ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবলিক ফোয়ারায় গাড়ি ধোয়া!

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ মে ২০১৫

পাবলিক ফোয়ারায় গাড়ি ধোয়া!

হোসপাইপ কিংবা বৃষ্টির পানিতে কোন ড্রাইভার যদি গাড়ি ধুত তবে অস্বাভাবিক ঠেকত না। কিন্তু পাবলিক ফোয়ারার সীমানায় গাড়ি উঠিয়ে গাড়ি ধুলে অস্বাভাবিকই লাগারই কথা। এমন ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের ওয়েকফিল্ডে। ড্রাইভাররা নিয়ম মানতে চান না, সুযোগ পেলেই নিয়ম ভাঙ্গে এমন অভিযোগ দুনিয়াজুড়েই; তা উন্নত বিশ্বের দেশ হোক কিংবা অনুন্নত বিশ্বের। ইংল্যান্ডের এই ড্রাইভারের আইন অমান্য করে গাড়ি ধোয়াই তার প্রমাণ। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফোয়ারার পানি গাড়িটিকে ধুয়ে দিচ্ছে। এজন্য গাড়িটি চত্বরের উপরে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি ধোয়া ভাল ব্যাপার। কিন্তু তা যদি ধোয়া হয় পাবলিক ফোয়ারায় তা হলে অস্বাভাবিক ঠেকে না? ড্রাইভার যে আইনের প্রতি চরম অশ্রদ্ধাশীল তাই ফুটে ওঠে। এক প্রত্যক্ষদর্শী দৃশ্যটি ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটি নিয়ে বেশ তোলপাড় চলছে। পুলিশ গাড়িটি দেখতে পেয়ে ধাওয়া করে। কিন্তু আদৌ ড্রাইভারকে গ্রেফতার করেছে কিনা সে বিষয়ে মুখ খুলছে না। যদিও এই বিষয়ে পুলিশের এক পরিদর্শক বলেন, বিষয়টি খুবই হতাশার। এই ধরনের ড্রাইভিং যেমন গ্রহণযোগ্য নয় তেমনি সহনীয়ও নয়। এ কথা বললেও আসলে ড্রাইভারকে ধরতে পেরেছে কিনা, কিংবা ধরলেও কি শাস্তি দিয়েছে তা নিয়ে নিশ্চুপ ওয়েকফিল্ডের পুলিশ। সূত্র- এক্সপ্রেস ডট কম
×