ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় ইকো-ট্যুরিজম বিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ০৪:১২, ১৭ মে ২০১৫

খুলনায় ইকো-ট্যুরিজম বিষয়ক জাতীয় সম্মেলন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘টুওয়ার্ডস দ্য প্রোমোশন অব ইকো-ট্যুরিজম ইন দ্য সুন্দরবনস ইকোসিস্টেম, বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শনিবার সকালে খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে শুরু হয়েছে। বন অধিদফতর এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং খুলনা পরিবেশ অধিদফতরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন ক্যারিয়িং ক্যাপাসিটি এ্যাসেসমেন্ট ফর ইকো-টুরিজম ইন দ্য সুন্দরবনস, বাংলাদেশের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. সালমা বেগম। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ মে ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতি দরিদ্রদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পয়ঃনিষ্কাশনের রিং-স্লাব বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এলাকায় মডার্ন কিন্ডারগার্টেনে আয়োজিত দিনব্যাপী স্বাস্থ্য-ক্যাম্পে মা ও শিশু বিষয়ক রোগ এবং চর্ম ও যৌন রোগের চিকিৎসা নিতে ভিড় জমায় উপজেলার ৪ শতাধিক অতি দরিদ্র মানুষ। এর আগে নীলফা বাসস্ট্যান্ড এলাকায় ৮৫ জন অতি দরিদ্রের প্রত্যেককে ৫টি রিং ও ১টি স্লাব বিতরণ করা হয়। মুন্সীগঞ্জে শিশু আনন্দ আয়োজন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শনিবার মুন্সীগঞ্জ পানাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য আনন্দ আয়োজন করা হয়েছে। আলোর দিশারী পাঠাগারের আয়োজনে এতে প্রধান অতিথির ভাষণ দেন বিশিষ্ট কথা সাহিত্যিক হায়াৎ মামুদ। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শংকর কুমার সাহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মোঃ মাসুদুজ্জামান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশিষ্ট জাদুশিল্পী উলফা কবির, ইমরানুজ্জামান, জাহিদ হোসেন, টুসি প্রমুখ। অলোচনা শেষে জাদুশিল্পী উলফা কবির শিশুদের জাদু দেখান। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়টির শিশুরা অংশ নেন। ঝালকাঠিতে বৃদ্ধাশ্রম নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৬ মে ॥ অনাথ আশ্রয়হীনদের জন্য ঝালকাঠি মহিলা বৃদ্ধাশ্রম ও এতিমখানা চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে মহিলা বৃদ্ধাশ্রমের থাকার জন্য আবেদনপত্র বাছাই করা হচ্ছে। তবে বর্তমানে প্রতি শুক্রবার এই এতিমখানায় গরিব ও দুস্থ মানুষদের দুপুরে উন্নতমানের খাবার ব্যবস্থা করা হচ্ছে। ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকায় অবস্থিত এ মহিলা বৃদ্ধাশ্রম ও এতিমখানার জন্য বৃত্তবানদের সহযোগিতা চাওয়া হচ্ছে। শিক্ষক দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৬ মে ॥ কচুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিইডিপি-৩ প্রকল্পের আওতায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা রিসোর্স সেন্টারে বিজ্ঞান বিষয়ের ওপর কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মিজানুর রহমান, মোফাজ্জল হোসেন, নাছির উল্যাহ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার সভাপতি তাজুল ইসলাম।
×