ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনন্ত-বর্ষার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার পার্টনার রবি

প্রকাশিত: ০৪:০৭, ১৭ মে ২০১৫

অনন্ত-বর্ষার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার পার্টনার রবি

দেশের জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষার ‘দ্যা স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ চলচ্চিত্রের জন্য ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার টেলিকম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চলচ্চিত্র প্রডাকশন হাউস মনসুন ফিল্মস এবং রবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, মনসুন ফিল্মসের চেয়ারম্যান-চিত্রনায়ক অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক-চিত্রনায়িকা বর্ষা প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনসুন ফিল্মের ‘দ্যা স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ চলচ্চিত্রের জন্য বিভিন্ন বয়সের ২২ জন অভিনয় শিল্পী নির্বাচিত করা হবে। দেশের ও প্রবাসী বাংলাদেশীরাও এতে অংশ নিতে পারবেন। নির্বাচিত নতুন মুখ অনন্ত ও বর্ষার সঙ্গে ‘দ্যা স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহিদের অডিশনের জন্য শুধুমাত্র রবি সংযোগ ব্যবহার করে ২৮৭৭৭০১ নম্বরে এসএমএস করে অথবা সরাসরি কল করে নিবন্ধন করতে হবে। এসএমএস-এর মাধ্যমে নিবন্ধন করতে হবে ২৮৭৭৭০১ নম্বরে। একই নাম্বারে ডায়াল করেও নিবন্ধন করা যাবে। শুধুমাত্র প্রবাসীরা িি.িঃযবংঢ়ু. পড়স ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন কার্যক্রম আগামী ২০ মে শুরু হয়ে ৫ জুলাই ২০১৫ রাত ১২ টায় শেষ হবে। ২৫ জুলাই থেকে বিভাগীয় শহর থেকে অডিশন শুরু হবে। ২৫ আগস্টের মধ্যে অডিশন শেষ হবে।-বিজ্ঞপ্তি
×