ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার পালমিরার কাছে ২৩ জনকে হত্যা করল আইএস

প্রকাশিত: ০৪:০৩, ১৭ মে ২০১৫

সিরিয়ার পালমিরার কাছে ২৩ জনকে হত্যা করল আইএস

জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের জঙ্গীরা শুক্রবার কমপক্ষে ২৩ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সিরিয়ার প্রাচীন মরু নগরী পালমিরার দিকে অগ্রসর হওয়ার সময় তারা এসব নাগরিককে হত্যা করে। পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়। খবর এএফপির। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান পালমিরার কাছে আইএস জঙ্গীদের গুলিতে নিহত এ ২৩ জনের মধ্যে নয়টি শিশু রয়েছে। পর্যবেক্ষণ গ্রুপের প্রধান আব্দেল রাহমান এএফপিকে বলেন, ‘ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গীরা তাডমোরের উত্তরে আমিরিয়াহ গ্রামে ২৩ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে নয়টি শিশু রয়েছে।’ পালমিরা আরবিতে তাডমোর বা খেজুরের নগরী হিসেবে পরিচিত। আব্দেল রাহমান আরও জানান, নিহতদের মধ্যে সরকারী কর্মচারীর পরিবারের সদস্যরাও রয়েছে। আঞ্চলিক শীর্ষ সম্মেলন বয়কট করতে পারে মিয়ানমার অভিবাসী সঙ্কট মিয়ামনার চলতি মাসের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সাম্প্রতিক বঙ্গোপসাগরীয় এলাকার অভিবাসী সঙ্কট নিরসনের উপায় স্ক্রংান্ত একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলন বয়কট করতে পারে। এই অঞ্চলের চলমান অভিবাসী সঙ্কট নিরসনের লক্ষ্যে থাইল্যান্ড এ সম্মেলনের আয়োজক দেশ। শুক্রবার প্রেসিডেন্টর অফিস থেকে একথা জানানো হয়েছে। প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা জাও তাই বলেন, ‘আমরা এ সভায় যোগ নাও দিতে পারি। থাইল্যান্ড যে চাপের সম্মুখীন, শুধু তা হ্রাস করার লক্ষ্যে যদি আমাদের আমন্ত্রণ জানায়- তবে আমরা তা গ্রহণ করব না।’ থাইল্যান্ড ২৯ মে ব্যাংককে এই শীর্ষ সম্মেলনের আহ্বান করেছে। -এএফপি
×