ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা

প্রকাশিত: ০৫:৫১, ১৬ মে ২০১৫

শব্দগ্রাহক মোস্তফা কামাল স্মরণসভা

স্টাফ রিপোর্টার ॥ বিএফডিসির সাড়া জাগানো শব্দগ্রাহক মোস্তফা কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফকিরাপুলের বাসভবনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আলোজন করা হয়েছে। মোস্তফা কামাল ১৯৪৪ সালে জামালপুরে ডেফুলি বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে শিক্ষানবিশ শব্দগ্রাহক হিসেবে করাচির ইস্টার্স স্টুডিওতে তার কর্মজীবন শুরু। ১৯৬৫ সালে দেশে ফিরে যোগ দেন ‘ঢাকা স্টুডিও’তে, পরবর্তীতে বিএফডিসিতে। তিনি ‘যদি জানতাম’ ছবির জন্য ১৯৮০ সালে শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো সমাধান, রংবাজ, ঝড়ের পাখী, আবার তোরা মানুষ হ, টাকার খেলা, সুজনসখী, প্রতিনিধি, সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, বধূ বিদায়, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে, জোকার, দিন যায় কথা থাকে, সন্দুরী, সখি তুমি কার, এখনই সময় প্রভৃতি।
×