ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের টেলিফিল্ম ‘মেট্রোপলিটন প্রেম’

প্রকাশিত: ০৫:৫০, ১৬ মে ২০১৫

ঈদের টেলিফিল্ম ‘মেট্রোপলিটন প্রেম’

স্টাফ রিপোর্টার ॥ মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ঈদের জন্য নির্মিত হচ্ছে এ্যাকশনধর্মী টেলিফিল্ম মেট্রোপলিটন প্রেম। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও শবনম ফারিয়া। টেলিফিল্মের গল্প প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, গল্পটা স্টান্টম্যান, ফাইটারম্যানদের নিয়ে। যারা আগুনের ভেতর থেকে নায়িকাকে উদ্ধার করে আনে। উঁচু থেকে ভিলেন পড়ে জমানো অনেক মাটির কলসির ওপর। ভেঙ্গে চুরমার হয়ে যায় সব। বহুতল ভবন থেকে নায়িকা পড়ে গেলে একমাত্র উদ্ধার করতে পারে নায়ক! হ্যাঁ, নায়ক উড়ে এসে জুড়ে বসে। এটাই তো স্বাভাবিক। কিন্তু সরাসরি নায়ক এ কাজ করে না। তার ত্রাতা, প্রক্সি দাতা হলেন একজন স্টান্টম্যান কিংবা ফাইটারম্যান। যে হিরোকে হিরো বানায়। জীবন বাজি রেখে নায়িকাকে রক্ষা করে ডামি হয়ে। সমস্ত ঝুঁকিপূর্ণ শট দেয়। কিন্তু তার কখনও নায়ক হয়ে উঠা হয় না! অথবা মাতাল করা সুন্দরী নায়িকাকে যতই উদ্ধার করুক, তার কখনই প্রেমিক হয়ে উঠা হয় না। মেট্রোপলিটন প্রেমের বিচারে তা কখনই জায়েজ না। শূটিং চলছে বিএফডিসিতে। জনপ্রিয় অভিনেতা নিশো স্টান্টম্যানের ভূমিকায় অভিনয় করছেন। দুরন্ত ঝুঁঁকিপূর্ণ শট দিচ্ছেন তিনি। পেটাচ্ছেন, তার চোখ থেকে ঝরছে আক্রোশের অগ্নিলালা। নিশো ও ফারিয়া ছাড়াও এতে অভিনয় করছেন প্রভা, নাজিয়া হক অর্ষা প্রমুখ। নির্মিতব্য এ টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।
×