ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ব্যাংক ডাকাতি ও নিরাপত্তা রক্ষী খুনের ঘটনায় গ্রেফতার ৪

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ মে ২০১৫

চট্টগ্রামে ব্যাংক ডাকাতি ও নিরাপত্তা রক্ষী খুনের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নিরাপত্তা রক্ষীকে জবাই করে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত ৫ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করার পর এর নেপথ্য তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। উল্লেখ্য, গত ৭ মে গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডাকাতির চেষ্টা চালায় ডাকাতদল। এ সময় ডাকাতরা ব্যাংকের নিরাপত্তা রক্ষী মোঃ ইব্রাহিমকে (৩৪) জবাই করে হত্যা করে। গত ৯ মে মামলার তদন্তভার নগর গোয়েন্দা পুলিশের হাতে অর্পণ করা হয়। এরই মধ্যে গোয়েন্দা পুলিশ নিরাপত্তা রক্ষীর কাছ থেকে লুটে নেয়া মোবাইল ফোন থেকে একটি কলের সূত্র ধরে খুনীদের অবস্থান চিহ্নিত করে। এরপর একে একে গ্রেফতার হয় চারজন। এরা হচ্ছেÑ মাহবুব, সাগর, গিয়াস ও আরিফ। নগরীর বাকলিয়ার বগারবিলসহ আশপাশ এলাকায় একদল দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে গিয়াস পরিচিত। সে যুবলীগ রাজনীতির সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগ সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলরের ঘনিষ্ঠ সহযোগী। আরিফ সাবেক এক মন্ত্রীর এপিএসের দেহরক্ষী হিসেবে পুলিশের কাছে পরিচিত। পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনের মধ্যে মাহবুব ও সাগর সরাসরি এ হত্যাকা-ের সঙ্গে জড়িত। পুরো ঘটনার নেতৃত্ব দেয় গিয়াস। ব্যাংক ডাকাতির পরিকল্পনা হয়েছিল আরিফের বাসায় এবং ঘটনার পরপর আরিফ খুনীদের নিজ বাসায় আশ্রয় দেয়। এ খুনের সঙ্গে মাসুদ নামে আরও একজন জড়িত।
×