ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ব্লগার হত্যা ফেসবুকে প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

প্রকাশিত: ০৫:২৬, ১৬ মে ২০১৫

সিলেটে ব্লগার হত্যা ফেসবুকে প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

বিডিনিউজ ॥ সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের পর ফেসবুকে প্রতিবাদ করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি আলী আহসান হাবিবকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে অজ্ঞাত লোকজন। একটি ভিওআইপি নম্বর থেকে বুধবার সন্ধ্যায় প্রথম ফোনটি করা হয়। এরপর অনেকবার বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও গালাগাল দেয়া হয়। হুমকির মুখে তিনি এখন বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানান। আলী আহসান হাবিব জানান, বুধবার (১৩ মে) সন্ধ্যায় প্রথম ফোন করে জিজ্ঞেস করেÑ ‘ওদেরকে আমরা মারলে তোদের এত গায়ে লাগে কেন?’ এরপর বিষয়টি তিনি রংপুর অঞ্চলের র‌্যাব-১৪ কে জানান। র‌্যাব কর্মকর্তা এএসপি তানভির আহম্মেদ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তাকে। বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বুধবার সংবাদ প্রকাশ করে। এরপর বৃহস্পতিবার সারাদিনে প্রতিঘণ্টায় বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে ফোন দেয়া অব্যাহত রাখে। বিকেল ৫টার দিকে একটি ভিওআইপি কল রিসিভ করলে একইভাবে অকথ্য ভাষায় গালাগাল দেয়। এ সময় বলেÑ ‘সংবাদ করে তোকে বাঁচাতে পারবে? তুই আসলে আমাদের অনেক ক্ষতি করছিস, তোকে দেখে নেব আমরা।’ এরপর বিষয়টি ঠাকুরগাঁও সদর থানাকে এবং পুনরায় র‌্যাব-১৪ কে জানানো হয়। হুমকিদাতাদের সঙ্গে কথা বলার সময় হাবিব হুমকি দেয়ার কারণ জিজ্ঞেস করলে আবার অকথ্য ভাষায় গালাগাল দেয়। ওই সময় তাদের আসল ফোন নম্বর জানতে চাইলে বলেÑ ‘দিব, তোকে নম্বর একদিনেই দিব, তোকে এর আগে সাবধান করা হয়েছিল, তুই কথা শুনিস নাই, যারা কথা শোনে না তাদেরকে আমরা শিখায় দেই।’ যেসব ভিওআইপি নম্বর থেকে ফোন করা হয় তার কয়েকটি হলোÑ +০০০০, +৬৫৮১৪৯৮৩৪৫, +৬৫১১১১১১১১, +৯৫৪২৬৬৯১৮৩। শুক্রবার সকাল থেকে ছয়বার ভিওআইপি নম্বর থেকে ফোন করা হলেও রিসিভ করেননি হাবিব।
×