ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বামীর জামিন নামঞ্জুর

রাজশাহীতে সিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫২, ১৫ মে ২০১৫

রাজশাহীতে সিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় আইনজীবী মোহাম্মদ আলী রমজানের পুত্রবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির জামিন না মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পিসলির আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালতের বিচারক ইসমাঈল হোসেন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের (শ্বশুর-শাশুড়ি) গ্রেফতার দাবিতে একই সময় কোর্ট শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিফাতের সহপাঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সাইদুল ইসলাম রুবেল, রাশিদুল ইসলাম, গোলাম রাব্বানি প্রমুখ। প্রজনন স্বাস্থ্য কর্মশালা নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, (নেত্রকোনা), ১৪ মে ॥ জেলার দুর্গাপুরে সোস্যাল এ্যাসোসিয়েশন ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (সারা) আয়োজিত স্বাস্থ্য ও যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিরিশিরি সারা সংস্থার আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক সুরভি মান্দার সভাপতিত্বে দিনব্যাপী সংলাপে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি সাংবাদিক নির্মলেন্দু সরকার বাবুল, ডাঃ আঃ ছালাম, ফেরদৌসী বেগম, মজিবুর রহমান, হিপা চিরান, বর্না দাস প্রমুখ। চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন আজ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ঈশ্বরদীর প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে নব-নির্মিত ম্যুরাল ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দিবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দিবেন মহাসচিব ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিবুর রহমান।
×