ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু টিকে থাকার লড়াই

প্রকাশিত: ০৬:২৯, ১৫ মে ২০১৫

হায়দরাবাদ-ব্যাঙ্গালুরু টিকে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বের শেষদিকে এসে দারুণ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। শেষ চারে উঠে যেতে পারে শীর্ষ ৬ দলের মধ্যে যে কোন ৪ দল। লড়াই থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লী ডেয়ারডেভিলস। এছাড়া সব দলেরই আশা আছে গ্রুপ পর্ব অতিক্রমের। তাই প্রতি ম্যাচই এখন হয়ে গেছে ‘ডু অর ডাই’। এমনই এক ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হাদরাবাদ। জিতলেই হায়দরাবাদ নিশ্চিত করে ফেলবে পরবর্তী রাউন্ডে ওঠা। তবে হারলেও ক্ষীণ সম্ভাবনা টিকে থাকবে হায়দরাবাদের। উল্টো কিছু ঘটলে উভয় দলেরই সম্ভাবনা থাকবে শেষ চারে ওঠার। দারুণ গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় এ ম্যাচটি অবশ্য হায়দরাবাদের মাঠেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এবার আইপিএলের গ্রুপ পর্বে এককভাবে কতিৃত্ব ধরে রাখতে পারেনি কোন দলই। অন্য কোন দলের ওপর খুব বেশি নিয়ন্ত্রণ খাটিয়ে একতরফাভাবে আগেভাগেই শেষ চারও নিশ্চিত করতে পারেনি কেউ। সেদিক থেকে জমজমাট একটি আকর্ষণীয় আইপিএল জমেছে এবার। এমনকি শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসও হেরে গেছে ৫ ম্যাচ। তবু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি তাদেরও শেষ চারে ওঠা। ঘটে যেতে পারে অনেককিছুই। আজ হায়দরাবাদ জিতে গেলে ১৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে আসবে তারাও (বৃহস্পতিবার কলকাতা-মুম্বাই ম্যাচের আগ পর্যন্ত এমনটাই পরিসংখ্যান)। মুুহূর্তের মধ্যেই যে কোন দলের হয়ে যেতে পারে উত্থান-পতন। হায়দরাবাদ ১২ ম্যাচে ৫ হারের বদলে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রয়েছে তিন নম্বরে। এবার নিজেদের মাঠে তিন ম্যাচ খেলে সবই জয় তুলে নিয়েছে হায়দরাবাদ। সেদিক থেকে আজও জয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে ফেবারিট তারা। ব্যাঙ্গালুরু সমান ১২ ম্যাচে হায়দরাবাদের সমান ৫ ম্যাচ হারলেও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে ১৩ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে আছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ২৯ এপ্রিলের ম্যাচটি বৃষ্টির কারণে প- হয়েছিল। এরপরও পয়েন্ট টেবিলে ব্যাঙ্গালুরুর অবস্থান ৫ নম্বরে। তবে আজ হায়দরাবাদকে হারাতে পারলে দুই ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। সে কারণে আজ যেভাবেই হোক জেততে হবে ব্যাঙ্গালুরুকে। কারণ হেরে গেলেই আরও পিছিয়ে পড়বে তারা এবং গ্রুপ পর্ব অতিক্রমের সুযোগ কমে যাবে। এর আগে একবার মুখোমুখি হয়েছিল দু’দল। এক মাস আগে (১২ এপ্রিল) ব্যাঙ্গালুরুর মাঠে খেলা হয়েছিল। কিন্তু সেখানেও দুর্দান্ত ছিল হায়দরাবাদ। ব্যাঙ্গালুরুর মাঠ থেকেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ফিরেছিল। এবার তাই প্রতিশোধ নেয়ারও ম্যাচ ব্যাঙ্গালুরুর জন্য। হায়দরাবাদের মাঠে আজ জেততে পারলে শোধ তোলার পাশাপাশি নিজেদের অবস্থানটাও শক্ত করা যাবে। শেষ চারে ওঠা নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচটার ফলাফল বড় ভূমিকা রাখবে উভয় দলের জন্যই। প্রথম রাউন্ডের একেবারে শেষ ম্যাচটায় হায়দরাবাদ মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। আর নিজেদের শেষ ম্যাচে রবিবার ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় নয়ে থাকা দুর্বল দিল্লী।
×