ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবি ও ব্র্যাক ব্যাংকের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মে ২০১৫

রবি ও ব্র্যাক ব্যাংকের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

বিশেষ কল রেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ৩.৫ জি ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু এ্যাডেড সার্ভিস উপভোগ করতে রাজধানীতে সম্প্রতি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। রবির চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল এ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স ও সিএএমএলসিও এবং ইন-চার্জ অব আইটি রইস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি। স্থলসীমান্ত বিল পাসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বের ফলে নজিরবিহীন ঐকমত্যের ভিত্তিতে সম্প্রতি ভারতের রাজ্যসভা ও লোকসভায় স্থলসীমান্ত বিল পাস হওয়ার মধ্য দিয়ে চার দশকের ঐতিহাসিক চুক্তিটি বাস্তবায়ন হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত বিলটি পাস হওয়ায় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান রেজাউল করিম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী প্রতিভা, অসামান্য কূটনৈতিক দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তা-চেতনার ফসল হিসেবে এটা জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
×