ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেক্সিমকোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:২৫, ১৫ মে ২০১৫

বেক্সিমকোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ২৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – মার্চ, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ১৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে ৩১ মার্চ ২০১৫ সালে ইপিএস দাঁড়ায় ২৬ পয়সা। ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৭.২৭ টাকা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর, র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ আগস্ট।
×