ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচআইভি আক্রান্ত মায়ের দুধ খেলে শিশু আক্রান্ত হবে না ॥ গবেষণা তথ্য

প্রকাশিত: ০৬:১৭, ১৫ মে ২০১৫

 এইচআইভি আক্রান্ত মায়ের দুধ খেলে শিশু আক্রান্ত হবে না ॥ গবেষণা তথ্য

স্টাফ রিপোর্টার ॥ এইচআইভি আক্রান্ত মায়ের দুধ পানকারী সকল শিশু এইচআইভিতে আক্রান্ত হয় না। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষামূলক গবেষণায় এ তথ্য প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডাঃ মিল্টন হলে ‘মা হতে শিশুর শরীরে এইচআইভি ও জন্মগত সিফিলিস সংক্রমণ প্রতিরোধ’ বিষয়ক উপদেষ্টা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পিএমটিসিটি কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ২৭ জন এইচআইভি আক্রান্ত গর্ভবতী মাকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। ২০ জন এইচআইভিতে আক্রান্ত মা তাদের সন্তানকে বুকের দুধ খাইয়েছেন। এতে ২০ শিশুই এইচআইভি মুক্ত বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, বর্তমান উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, অবস এ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান ও পিএমটিসিটি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী প্রমুখ।
×