ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শৈশবের দুরন্তপনা

প্রকাশিত: ০৬:০৬, ১৫ মে ২০১৫

শৈশবের দুরন্তপনা

দুরন্তপনা যেন শৈশবেরই সমার্থক শব্দ। সারাক্ষণ দুষ্টুমী আর এদিক-সেদিক ছোটাছুটি। রোদে ঘুরে বেড়ানো, পানিতে সাঁতার কাটা, গাছে চড়া আরও কত কি- শৈশবে এসব কে না করেছে! তবে নগরীর প্রাচীরে বন্দী শিশুদের সুযোগ নেই এ সবের। গ্রাম-গঞ্জে যাদের শৈশব কেটেছে তাদের মনে এমন স্মৃতি থাকাটা স্বাভাবিক। রাজধানীর ছিন্নমূল ও ভাসমান ৪ শিশু বৃহস্পতিবার রমনা পার্কে দুরন্তপনায় মেতে ওঠে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×