ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক যুবক নিহত

প্রকাশিত: ০৬:০৪, ১৫ মে ২০১৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৪ মে ॥ বৃহস্পতিবার ভোর ৪টায় ভারতীয় বিএসএফের গুলিতে জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারেরবাড়ী সীমান্তে মোঃ অন্তর ইসলাম (২৭) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বুড়িমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ এ মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পুলিশ, বিজিবি ও সীমান্ত গ্রামবাসী সূত্রে জানা গেছে, নিহত অন্তর ইসলাম পাটগ্রাম উপজেলার ৮নং বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী রেলওয়ে স্টেশন কলোনিপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। বৃহস্পতিবার ভোর ৪টায় জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের স্টেশন কলোনিপাড়ার কয়েকজন কৃষি শ্রমিক অন্তর ইসলামসহ সীমান্তে কৃষি জমিতে কাজ করতে যায়। এমন সময় ওই সীমান্তের (মাস্টারেরবাড়ী সীমান্তের) ৮৪৩ নম্বর মেইন পিলারের এক নম্বর সাবপিলার দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ভারতীয়রা গরু বাংলাদেশে পারাপার করছিল। গরু পাচারকারী সন্দেহে বিএসএফ এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে একটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার সুবেদার মোহন চন্দ্র রায় জানান, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের কোচবিহার রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের আধিকারিক লেঃ কর্নেল সুরিয়া বকসীর নেতৃত্বে দুই দেশের সীমান্তবাহিনীর মধ্যে সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার মধ্যেই বিএসএফ ভারতীয় পুলিশের সহায়তায় লাশের ময়না তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করার কথা।
×