ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না‘গঞ্জ বন্দরে ডক শ্রমিকদের কর্মবিরতি শুরু

প্রকাশিত: ০৮:২৪, ১৪ মে ২০১৫

না‘গঞ্জ বন্দরে ডক  শ্রমিকদের  কর্মবিরতি শুরু

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৩ মে ॥ নারায়ণগঞ্জের বন্দরে বিআইডব্লিউটিসির আওতাধীন বিভিন্ন ডক ইয়ার্ডের শ্রমিকরা সাত দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। দাবি পূরণে শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। আন্দোলনরত শ্রমিকদের মধ্যে রয়েছে, বন্দরে অবস্থিত সোনাচড়া ডক-১, ধামগড়-২, নবীগঞ্জ-৩ এবং ৪ নং ডকইয়ার্ড ও চৌড়াপাড়া ভাসমান ডকইয়ার্ডসহ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবস্থিত ডক ইয়ার্ডের শ্রমিকরা। শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে বিআইডব্লিউটিসি’র ইউনিট প্রধান শাখার কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম লস্করের কাছে স্মারকলিপি প্রদান করেছে। বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অহেতুক কর্মচারীদের চাকরিচ্যুতির ভয় দেখিয়ে হয়রানি মূলক চিঠি দিয়ে আতংক সৃষ্টি করে আসছে। আমরা গত ১০ মে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বরাবর ৭ দফা দাবি পেশ করেছি। ১২ মের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা ১৩ মে সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলাম। সে ঘোষণা অনুযায়ী এ কর্মসূচী চলছে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে হয়রানিমূলক চিঠি প্রত্যাহার, জলযানসহ সকল শ্রমিকদের পোশাক, গামবুট, জুতা, ছাতা ও রেইন কোট প্রদান, উদ্দীপনা বোনাস, পেনশন স্কিম চালু, শ্রমিকদের পিআরএল ৬ মাসের পরিবর্তে ১ বছর করতে হবে, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি দিয়ে নতুন নিয়োগ চালু করতে হবে, কর্মকর্তা কর্মচারীদের ছুটির পরিবর্তে নগদায়ন, শ্রম আইন অনুযায়ী জাহাজীদের অভোগকৃত ৪৫ দিন ছুটির নগদায়নসহ দ্বিগুণ হারে ওভার টাইম দিতে হবে।
×