ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৯, ১৪ মে ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : বাংলা ১। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত‘ গ্রন্থটি কার রচনা? ক. মুহম্মদ আবদুল হাই খ. ড. সুকুমার সেন গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. আহমদ শরীফ ২। ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কী? ক. বন্ধু বনাম বন্ধু খ. হাতে নাতে গ. খেতে-খেতে ঘ. আস্তে আস্তে ৩। ‘সে তোমার মাথা খেয়েছে’Ñ এ বাক্যে মাথা খাওয়ার অর্থ কী? ক. মস্তক কামড়ে খাওয়া খ. সর্বনাশ করা গ. পাগলিমা করা ঘ. মাথায় আঘাত করা ৪। ব্রজভাষা কি? ক. বাংলার ভাষা খ. বৃন্দাবনের ভাষা গ. মথুরার ভাষা ঘ. কোনটিই নয় ৫। ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’Ñ কে লিখেছেন? ক. চ-ীদাস খ. রবীন্দ্রনাখ গ. বিদ্যাপতি ঘ. জয়রাজ ৬। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ গ্রন্থটি কার? ক. আলাউদ্দিন আল আজাদ খ.রবীন্দ্রনাথ ঠাকুর গ. প্যারিচাঁদ মিত্র ঘ. হরিপদ দত্ত ৭। ‘শীকর’ শব্দের অর্থ কী? ক. শিশির খ. নীহারিকা গ. জলকণা ঘ. পদ্মফুল ৮। ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে? ক. জসীম উদ্দীন খ. তালিম হোসেন গ. জীবনানন্দ দাশ ঘ. সৈয়দ আলী আহসান ৯। ‘সম্পৃক্ত‘ শব্দটির সঠিক অর্থ কোনটি? ক. সংযুক্ত খ. আঁটবাধা খ. অন্তর্ভুক্ত ঘ. দুই বা তার অধিকের মিলন ১০। জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ক. রাখালী খ. বালুচর গ. ধানক্ষেত ঘ. নকশী কাঁথার মাঠ ১১। ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী? ক. অনিষ্টে ইষ্টলাভ খ. চির অশান্তি গ. পাপের শাস্তি ঘ. অরাজক দেশ ১২। নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধুমিত্র? ক. নবীন তপস্বিনী খ. কমলে কামিনী গ. বিয়ে পাগলা বুড়ো ঘ. সবগুলো ১৩. ‘হনন করার ইচ্ছাকে’ এক কথায় কি বলে? ক. জিঘাংসা খ. জিগীষা গ. দিদৃক্ষা ঘ. জুগুপ্সা ১৪। গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটকÑ ক. চ- খ. জনা গ,. প্রফুল্ল গ. জারানিধি ১৫। মৈয়মনসিংহ’ গীতিকার ‘মহুয়া পালার’ রচয়িতাÑ ক. দ্বিজ ঈলান খ. দ্বিজ কানাই গ. নয়ন চাঁদ ঘ. চন্দ্রাবতী ১৬। যে স্ত্রীলোক প্রিয় কথা বলে তাকে বলা হয়Ñ ক) প্রিয়ংবদা খ. আবীরা গ. মধুকর ঘ. কেকা ১৭। ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক’ বলেছেনÑ ক. কবি ইকবাল খ. কাজী নজরুল ইসলাম গ. গোলাম মোস্তফা ঘ. জসীম উদ্দীন ১৮। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেনÑ ক. এন.বি.হ্যালহেড খ. উইলিয়াম কেরী গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯। ‘ডালে ডালে কুসুম ভার’Ñ এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করছে? ক. সমূহ খ. বোঝা গ. গুরুত্ব ঘ. বিষাদ ২০। ‘চপল’ এর বিপরীতার্থক শব্দÑ ক. স্তব্দ খ. রাশভারী গ. ঠা-া ঘ. গম্ভীর ২১। ‘তিলে তৈল হয়’Ñ এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান? ক. কর্তৃকারকে প্রথমা খ. অপাদান কারকে তৃতীয়া গ. সম্প্রদান কারকে চতুর্থী ঘ. অপাদান কারকে সপ্তমী ২২। কোন বাগধারাটি ভিন্নার্থক? ক. উত্তম-মধ্যম খ. অহিনকুল গ. আদায়-কাঁচকলায় ঘ. সাপে-নেউলে ২৩। ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? ক. সংস্কৃত খ. খাঁটি বাংলা গ. দেশী ঘ. বিদেশী উত্তর : ১.গ ২.খ ৩.খ ৪.গ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.ক ২৩.ক
×