ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে শাহেদ রহমান অভির ‘গিরিঙ্গী’

প্রকাশিত: ০৬:৪২, ১৪ মে ২০১৫

আসছে শাহেদ রহমান অভির ‘গিরিঙ্গী’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ের ব্যস্ত ও আলোচিত তরুণ পরিচালক শাহেদ রহমান অভি পরিচালিত ধারাবাহিক ‘গিরিঙ্গী’। অতি সত্বরই একটি চ্যানেলে আসছে ধারাবাহিক নাটক ‘গিরিঙ্গী’। এছাড়া একটি চলচ্চিত্র নির্মাণের কাজে সম্পৃক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। শাহেদ রহমান অভির শুরুটা ১৯৯৪ থিয়েটার দিয়ে। পরে নাটক বিজ্ঞাপনসহ কিছু ক্রাইম ফিকশন ডকুমেন্টারি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে বরেণ্য ও গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতায় বর্তমানে ধারাবাহিক ‘গিরিঙ্গী’ নাটক পরিচালনা করতে যাচ্ছেন। এছাড়া ‘সোনাবন্ধু’ নামের একটি চলচ্চিত্রে জনপ্রিয় দুই পরিচালকের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির শূটিংয়ের প্রস্তুতি চলছে। ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পরিমনি ও ডি এ তায়েব। আগামী ২০ মে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়ীতে চলচ্চিত্রের শূটিং শুরু হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে পরিচালক শাহেদ রহমান অভি বলেন, আমি সেই কিশোর বয়স থেকে সংস্কৃতি অঙ্গনে কাজের স্বপ্ন দেখছি। আমার স্বপ্নজুড়ে ছিল শুধু নাটক চলচ্চিত্র। ক্ষণস্থায়ী পৃথিবীতে কিছু করে যেতে চাই যেটা আমি চলে যাওয়ার পর কেউ না কেউ আমার কাজের মাধ্যমে আমাকে মনে রাখবে। এই স্বপ্ন পূরণ করতে এই জগতে আসা। তিনি বলেন, ধারাবাহিক নাটক ‘গিরিঙ্গী’ ও চলচ্চিত্র ‘সোনাবন্ধু’ একেবারেই ভিন্ন ধারার গল্প যা দর্শক সমাজে বিনোদনের নতুন ধারা সৃষ্টি করবে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালার পরে শ্রদ্বেয় বড় ভাই ও জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে কাজের সুযোগ করে দিয়েছেন। আমি সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
×