ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পিকে

প্রকাশিত: ০৬:২১, ১৪ মে ২০১৫

ফাইনাল নিয়ে রোমাঞ্চিত পিকে

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে বার্সিলোনা। সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে লুইস এনরিকের দল ৫-৩ গোলে বেয়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ফলে গত দশ বছরের মধ্যে বার্সিলোনার এটা চতুর্থ ফাইনাল। আর ক্লাবের এমন পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট ক্লাবটির স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। এ বিষয়ে ২৮ বছর বয়সী জেরার্ড পিকে বলেন, ‘গত দশ বছরের মধ্যে চতুর্থবারের মতো ফাইনাল খেলাটা দারুণ এক ব্যাপার। গত মৌসুমটা আমাদের ভাল কাটেনি। তবে চলতি মৌসুমে দলের পারফর্মেন্স খুবই ভাল। এমন একটি দলের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’ বেয়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ চারের লড়াইয়ের প্রথম লেগে বড় জয় পেয়েছিল বার্সিলোনা। তাই দ্বিতীয় লেগে আত্মবিশ্বাস নিয়েই বেয়ার্নের মাঠ এ্যালিয়েঞ্জ এ্যারিনায় খেলতে নেমেছিল মেসি-নেইমাররা। কিন্তু প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। তারপরও প্রথম লেগের সুবিধা নিয়ে ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে বিশ্ব ফুটবলের অন্যতম সফল এই ক্লাবটি। তাই এই মুহূর্তে বার্সিলোনা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। তবে সতর্ক জেরার্ড পিকে। তার মতে, ফাইনাল জেতাটাই এখন বড় পরীক্ষা। এ বিষয়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার বলেন, ‘এই মুহূর্তে আমাদের সময়টা খুব ভাল কাটছে। কিন্তু আমাদের লক্ষ্য শেষ পর্যন্ত এ পরিস্থিতি ধরে রাখা। আমরা মাঠে সেরাটা দিচ্ছি, ভাল করছি এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার হলো শিরোপা জিতে মৌসুম শেষ করা।’ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে বার্সিলোনা। ৬ জুনের ফাইনালে কে হবে কাতালানদের প্রতিপক্ষ? রিয়াল মাদ্রিদ নাকি জুভেন্টাসÑ সেটা ইতোমধ্যেই জেনে গেছেন সবাই। তবে জেরার্ড পিকের মতে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালটাই হবে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক। তবে রিয়াল কিংবা জুভেন্টাস যে কোন দলই হোক না কেন, বার্লিনের ফাইনালে প্রতিপক্ষকে কোন ছাড় দেবে না মেসি-নেইমাররা। সেটা অনুমিতই। বার্সিলোনা এবার শুধু ইউরোপ সেরার লড়াইয়েই নয় বরং স্প্যানিশ লা লিগাতেও দুর্দান্ত খেলছে। লা লিগাতেও রিয়ালকে টপকিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এ দুটির পাশাপাশি কোপা দেলরের শিরোপা জিততেও আত্মবিশ্বাসী স্প্যানিশ জায়ান্টরা।
×