ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেসিক ব্যাংক ও ডিপিডিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৬:০৬, ১৪ মে ২০১৫

বেসিক ব্যাংক ও ডিপিডিসির মধ্যে চুক্তি স্বাক্ষর

বেসিক ব্যাংক লিমিটেড ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির ফলে বেসিক ব্যাংকের যে কোন শাখায় ডিপিডিসির গ্রাহকরা অনলাইনে বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন। এদিন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার মোঃ ইকবাল ও ডিপিডিসির কোম্পানি সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ নজরুল হাসান, বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি গ্রামীণফোন চালু করল লাইফস্টাইল এ্যাপ ওয়াওবক্স গ্রামীণফোন গ্রাহকদের জন্য এ্যান্ড্রয়েড ভিত্তিক লাইফস্টাইল এ্যাপ্লিকেশন ওয়াওবক্স চালু করা হয়েছে। এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন লাইফস্টাইল অফার এবং জনপ্রিয় আউটলেটের ডিসকাউন্ট সম্পর্কিত তথ্য পাবেন যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলতে পারবে। বাংলাদেশের গ্রাহকদের জন্য টেলিনর ডিজিটাল -এর তৈরি করা ওয়াওবক্স শুধু গ্রামীণফোন গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। ওয়াওবক্স এ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড পুনর্গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সম্প্রতি দি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড প্র্যাকটিশনার্স-১৯৮৩ এর ৪(১)(এ), (বি), (সি), (ডি) ও ১৫(৪) ধারা অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড আগামী তিন বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়ের নেতৃত্বে প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন হোমিওপ্যাথি বোর্ড রেজিস্ট্রার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, বোর্ড সদস্য ডাঃ ইফতেখার উদ্দিন, ডাঃ আশিষ শংকর নিয়োগী, ডাঃ সালেহ আহম্মেদ, ডাঃ আলহাজ এম এন ইসলাম, ডাঃ ইমদাদুল হক, ডাঃ খান আমজাদ হোসেন, ডাঃ জাহিদা আক্তার মিতা ও ডাঃ মমতাজ বেগম। -বিজ্ঞপ্তি
×