ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিন্স রফতানি থেকে ৭ বিলিয়ন ডলার আয়ের আশাবাদ

প্রকাশিত: ০৫:০০, ১৪ মে ২০১৫

জিন্স রফতানি থেকে ৭ বিলিয়ন ডলার আয়ের আশাবাদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২১ সালে জিন্স রফতানি আয় সাত বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত মঙ্গলবার রাতে রাজধানীর রেডিসন হোটেলে ডেনিম এক্সপো’র দু’দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সব সমস্যাকে পেছনে ফেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার। এর মধ্যে জিন্স রফতানি আয় হবে সাত বিলিয়ন ডলার। এখন আড়াই বিলিয়ন ডলারের জিন্স রফতানি হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ডেনিমের সাত বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনকে স্বাভাবিক বলে মনে করেন তিনি। তবে, এই খাতের উদ্যোক্তাদের পরিশ্রমের কারণে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি দেশে অনেক কর্মসংস্থান হবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিনা ফোস, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন। মেলায় অংশগ্রহণকারী ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন। খুলনায় পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের ‘১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০১৫’ স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক ও চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন খুলনার অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ূন কবির। -বিজ্ঞপ্তি
×