ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দর বৃদ্ধির শীর্ষে আফতাব ও বিবিএস

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ মে ২০১৫

দর বৃদ্ধির শীর্ষে আফতাব ও বিবিএস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আফতাব অটোমোবাইলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস)। এদিন প্রকৌশল খাতের ৭৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার প্রকৌশল খাতের আফতাব অটোস ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৯ টাকা ৯০ পয়সা দরে। কোম্পানির ৬ লাখ ২৭ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৭৩ লাখ টাকা। বিবিএস ৪ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ দর বেড়ে গেইনারের নবম স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৪৪ টাকা ৬০ পয়সা দরে। বিএটিবিসি নগদ লভ্যাংশ পাঠিয়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে দেয়া নিজ নিজ ঠিকানায় এ ওয়ারেন্ট পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১১ মে লভ্যাংশের চেক পাঠানো শুরু করেছে কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে ঘোষিত মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ৫৫০ শতাংশ।
×