ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ মে ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ′সরকারি চাকরি লাভের অধিকার′- নাগরিকের কোন ধরনের অধিকার? ক) রাজনৈতিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) নৈতিক অধিকার ২. পৌরনীতি ও সুশাসন গভর্ন্যান্সকে এক কথায় কী বলে আখ্যায়িত করে থাকে? ক) শাসনের ব্যবস্থা খ) সুশাসন গ) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ঘ) জনঅংশগ্রহণ ৩. অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়- র. যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ করাকে রর. পারিবারিক গোপনীয়তা রক্ষা করাকে ররর. উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়- ক) স্বৈরশাসন খ) সুশাসন গ) সুশীল সমাজ ঘ) শাসন ৫. একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত-এটি কার উক্তি? ক) ই এম সেইট খ) ই এম হোয়াইট গ) এল ডব্লিউ ডুব ঘ) কিম্বল ইয়ং ৬. "অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেসব প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়।"-একথা কে বলেছেন? ক) ই. এম হোয়াইট খ) অধ্যাপক বার্কার গ) টমাস হিল গ্রিন ঘ) বোসানকোয়েত ৭. রাষ্ট্রের স্থায়ী কাজ পরিচালনা করা কাদের কাজ? ক) এমপিদের খ) বুদ্ধিজীবীদের গ) আমলাদের ঘ) রাজনীতিবিদদের ৮. রাজনৈতিক দলের মতাদর্শ নিহিত থাকে কোথায়? ক) রাষ্ট্রের সংবিধানে খ) দলের কর্মসূচির মধ্যে গ) দলীয় নেতাদের বক্তৃতার মধ্যে? ঘ) দলীয় কর্মীদের মধ্যে ৯. দেশপ্রেম ও ত্যাগের জন্য দেশবাসী শেখ মুজিবুর রহমানকে কোন উপাধিতে ভূষিত করে? ক) দেশবন্ধু খ) বঙ্গবন্ধু গ) বঙ্গবন্ধু ঘ) বঙ্গবিবেক ১০. প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রশাসক হলেন কে? ক) সামরিক প্রশাসক খ) আইনসভার সদস্য গ) প্রজাতন্ত্রের কর্মী ঘ) সামরিক সদস্য ১১. বাংলাদেশে কতটি বিভাগীয় প্রশাসন রয়েছে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ১০টি ১২. জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক মাধ্যম কোনটি? ক) ইন্টানেট খ) কম্পিউটার গ) আইসিটি ঘ) ই-গভর্নেন্স ১৩. একটি রাজনৈতিক ও সামাজিক জীবনব্যবস্থা হচ্ছে- ক) গণতন্ত্র খ) একনায়কতন্ত্র গ) আমলাতন্ত্র ঘ) ধনতন্ত্র ১৪. প্রথম জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠা পায়- র. ইংল্যান্ডের টিউডর বংশের শাসন কর্তৃক রর. রাশিয়ার জারের শাসন কর্তৃত্ব ররর. ফ্রান্সে চতুর্দশ লুই শাসন কর্তৃত্ব নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৫. বিশ্ব জুড়ে ব্যাপক পরিবর্তন ঘটেছে- ক) সুশাসন প্রতিষ্ঠা খ) তথ্যপ্রযুক্তির ব্যবহার গ) ইলেকট্রনিক্স মিডিয়া ঘ) ইলেকট্রনিক সংবাদ মাধ্যম ১৬. কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম ? ক) সংবাদপত্র খ) জাতিসংঘ গ) ধর্মীয় সংঘ ঘ) রাজনৈতিক দল ১৭. ′খাতিলাভের অধিকার′ নাগরিকের কী ধরনের অধিকার? ক) সামাজিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) রাজনৈতিক অধিকার ঘ) ব্যক্তিগত অধিকার ১৮. আমলাতন্ত্র কোন ধরনের নেতৃত্ব? ক) রাজনৈতিক খ) প্রশাসনিক গ) সনাতন ঘ) প্রতীকধর্মী ১৯. আইনসভার সদস্যরা প্রতিনিধিত্ব করেন কাদের? ক) সরকারের খ) সচিবালয়ের গ) মন্ত্রীসভার ঘ) জনগণের ২০. জাতিসংঘের কোন উপদেষ্টা বলেন, যে সমস্ত দেশে সুশাসন আছে কেবল সে সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে? ক) বান কি মুন খ) ইব্রাহিম গানবারি গ) পিয়েরে ট্রডো ঘ) নেলসন ম্যান্ডেলা ২১. জনমত গঠনের মাধ্যমে কোনটি? ক) আমলাতন্ত্র খ) বিচার বিভাগ গ) সংবাদপত্র ঘ) ইউনিয়ন পরিষদ ২২. প্রশাসনিক ক্ষেত্রে কয় শ্রেণির প্রশাসক দেখা যায়? ক) এক খ) দু গ) তিন ঘ) চার ২৩. আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ কী? ক) সচিব খ) যুগ্ম সচিব গ) অতিরিক্ত সচিব ঘ) উপ সচিব ২৪. সুইজারল্যান্ডের আইনসভার নিম্নকক্ষ অত্যাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী হয় কেন? ক) রক্ষাকবচ থাকায় খ) স্বেচ্ছাচারী থাকায় গ) দ্বিতীয় কক্ষ থাকায় ঘ) জনপ্রতিনিধিত্বমূলক হওয়ায় ২৫. প্রাচীনকালে এথেল ও স্পার্টার কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? ক) বিশ্ব রাষ্ট্র খ) জাতীয় রাষ্ট্র গ) নগররাষ্ট্র ঘ) যুক্তরাষ্ট্র
×