ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ মে ২০১৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

(পূর্ব প্রকাশের পর) ২১. গুপ্তদের রাজধানীর নাম কী? ক) গ্রিক খ) বঙ্গ গ) হুগলি ঘ) পুণ্ড্রনগর ২২. কবিরের গ্রামের বাড়িতে ‘ঘ’ কে গ্রাম প্রতিনিধি নির্বাচন করা হয়। ঘ’ পাল আমলের কোনটিকে নির্দেশ করছে? ক) সামন্তরাজ খ) দূতক গ) নৌপ্রধান ঘ) মণ্ডল ২৩. বাংলায় প্রাচীন ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায়? ক) বীরত্বের খ) সাহসের গ) মেধার ঘ) উন্নত চরিত্রের ২৪. গৌড় জনপদটি পরিচিতি লাভ করে কেন? ক) রাজাদের গৌড়েশ্বর উপাধির জন্য খ) গৌড় নামে একটি উঁচু পাহাড় ছিল বলে গ) গৌড় নামে একজন রাজা ছিল বলে ঘ) গৌড়ের প্রাচীন শিলালিপি পাওয়া যায় বলে ২৫. কান্তিদেবের গড়া রাজ্যটি ধবংস হয় কাদের হাতে? ক) দেব বংশের হাতে খ) চন্দ্র বংশের হাতে গ) খড়গ বংশের হাতে ঘ) বর্ম বংশের হাতে ২৬. ‘অদ্ভুদসাগর’ গ্রন্থটি সমাপ্ত করেছিলেন কে? ক) বিজয় সেন খ) লক্ষণ সেন গ) বল্লাল সেন ঘ) কেশব সেন ২৭. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধুমাত্র বোঝায় সুবিধার্থে ইতিহাসকে ভাগ করা যায়- র. আঞ্চলিক ইতিহাসে রর. জাতীয় ইতিহাসে ররর. আন্তজার্তিক ইতিহাসে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. বিজয় সেনের প্রথম রাজধানীর নাম কী? ক) মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর খ) কুমিল্লা জেলার বড় কামতা গ) হুগলি জেলার বিজয়পুর ঘ) সিলেটের বর্ধমানপুর ২৯. নিজ নামের মুদ্রা জারি করেছিলেন কে? ক) বাহরাম খান খ) বলবন গ) ফখরুদ্দীন ঘ) নাসিরউদ্দীন ৩০. শশাংকের রাজত্বকালে পশ্চিম দিক থেকে কোন শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল? ক) মৌখরী খ) পুষ্যভূতি গ) কান্যকুব্জ ঘ) থানেশ্বর ৩১. জনাব কবির ‘ই’ অঞ্চলে রাজধানী স্থাপন করে মুসলিম শাসস প্রতিষ্ঠা করেন। ‘ই’ কোন স্থানটিকে সমর্থন করছে? ক) নদীয়া খ) বিহার গ) গৌড় ঘ) মালদহ ৩২. মুক্তিযুদ্ধ কয় মাস স্থায়ী ছিল? ক) ৭ খ) ৪ গ) ৯ ঘ) ১০ ৩৩. দৈবজ্ঞ, পণ্ডিত ও ব্রাহ্মণগণের বর্ণিত বিজয়ীর সাথে নিচের কোন শাসকের মিল রয়েছে? ক) ইলিয়াস শাহের খ) মুজাফফর শাহের গ) বখতিয়ার খলজির ঘ) মজনু শাহের ৩৪. জীবিকা পরধর্ম বিদ্বেষের কাহিনী নিয়ে আলোচনা করছিলেন। প্রাচীন বাংলায় একমাত্র কার পরধর্ম বিদ্বেষের কাহিনি আছে? ক) অশোকের খ) শশাঙ্কের গ) ধর্মপালের ঘ) রামপালের ৩৫. বঙ্গ জনপদে স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কীভাবে? ক) মৌর্য সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে খ) গ্রিকদের দুর্বলতার সুযোগে গ) গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে ঘ) গৌড়দের দুর্বলতার সুযোগে ৩৬. বাণিজ্যিক প্রসারের ফলেই উক্ত আমলে গড়ে উঠেছিল- র. সমুদ্র বন্দর রর. নদী বন্দর ররর. স্থল বন্দর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৩৭. তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র ছিল কোনটি? ক) মেদিনীপুর জেলার তমলুক খ) মেদিনীপুর জেলার কাশী গ) বর্ধমান জেলার আসানসোল ঘ) মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ৩৮. ১২০৮ খ্রিষ্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন কে? ক) বখতিয়ার খলজি খ) মুহম্মদ শিরন খলজি গ) আলী মর্দান খলজি ঘ) হুসামউদ্দীন ইওয়াজ খলজি ৩৯. মধ্যযুগে বাংলার মুসলমানরা শব-ই-বরাত ইবাদাত করতো কেন? ক) টাকা পয়সার জন্য খ) সম্মানের জন্য গ) পরকালীন মুক্তির জন্য ঘ) আনন্দ পাওয়ার জন্য ৪০. ধর্মপ্রাণ মুসলমানগণ দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তেন? ক) দুই ওয়াক্ত খ) তিন ওয়াক্ত গ) চার ওয়াক্ত ঘ) পাঁচ ওয়াক্ত ৪১. কত শতকে শশাংকের রাজধানী কর্ণসুবর্ণ ছিল? ক) পঞ্চম খ) ষষ্ঠ গ) সপ্তম ঘ) অষ্টম ৪২. চীন দেশের ভ্রমণকারী হলেন- র. লামাতারানাথ রর. ফা-হিয়েন ররর. হিউয়েন-সাং নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. দুর্বল উদ্যমহীন শাসক কে ছিলেন? ক) প্রথম বিগ্রহপাল খ) নারায়ণপাল গ) দ্বিতীয় বিগ্রহপাল ঘ) দ্বিতীয় গোপাল ৪৪. প্রাচীন বাংলায় সবচেয়ে নিচু শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা? ক) ব্রাক্ষণরা খ) শূদ্ররা গ) ক্ষত্রিয়রা ঘ) বৈশ্যরা ৪৫. বল্লাল সেনের লেখা গ্রন্থ হলো-
×