ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

আর্তপীড়িতদের সেবায় নার্সদের আরও যতœবান হতে হবে

প্রকাশিত: ০৫:৪০, ১৩ মে ২০১৫

আর্তপীড়িতদের সেবায় নার্সদের আরও যতœবান হতে হবে

স্টাফ রিপোর্টার ॥ রোগীদের সুস্থ করে তোলার পেছনে নার্সদের ভূমিকা অপরিহার্য। সেবার মানোন্নয়নে কর্মক্ষেত্রে নার্সদের উপযুক্ত কর্মপরিবেশ প্রদান ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার। সেবক-সেবিকাদের আর্তপীড়িতের সেবায় আরও বেশি সচেতন ও যতœবান হতে হবে। পেশা হিসেবে নার্সিং অত্যন্ত সম্মানিত ও মহৎ পেশা। আর্তপীড়িতের সেবায় উৎসর্গীকৃত মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন থেকে শিক্ষা নিয়ে আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে সেবা দিয়ে রোগীদের আরোগ্য লাভে সহায়তা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি ব্লকের নিচতলায় শহীদ ডাঃ মিলন মিলনায়তনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিএসএমএমইউর ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক সান্ত¡না রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডাঃ শাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপসেবা তত্ত্বাবধায়ক (শিক্ষা ও প্রশিক্ষণ) হালিমা বেগম। আলোচনা সভার আগে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, রোগীদের সম্পূর্ণ দায়িত্ব নার্সসহ সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোগী ও তাঁদের অভিভাবকবৃন্দ চিকিৎসাসেবা নিয়ে যাতে দুশ্চিন্তায় না থাকেন তা নিশ্চিত করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগ এনআইসিইউর চিকিৎসাসেবার উদাহরণ দিয়ে বলেন, সেখানে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলে টিমওয়ার্কের মাধ্যমে মুমূর্ষু ও নানা রোগে আক্রান্ত নবজাতকদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
×