ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংকারদের নিয়ে সিএমপির বৈঠক

প্রকাশিত: ০৬:২২, ১২ মে ২০১৫

ব্যাংকারদের নিয়ে সিএমপির বৈঠক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে হঠাৎ অপরাধ প্রবণতা বৃদ্ধির ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। সম্প্রতি দুটি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা, একটি জোড়া খুন, জঙ্গী সন্দেহে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক আটকসহ সংঘটিত বেশকিছু কর্মকা- পুলিশকে ভাবিয়ে তুলেছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর সকল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন সিএমপি কমিশনার। বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশ প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা হয়। সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল ব্যাংকারদের সঙ্গে আলোচনায় তাদের আশঙ্কার বিষয়টি যেমন শোনেন, তেমনিভাবে অঘটন এড়াতে পরামর্শ এবং কিছু করণীয় তুলে ধরেন। এ সময় তিনি ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন।
×