ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ল্যাপটপ মেলা বৃহস্পতিবার শুরু

প্রকাশিত: ০৬:২২, ১২ মে ২০১৫

ল্যাপটপ মেলা বৃহস্পতিবার  শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘সবার জন্য ল্যাপটপ’ সেøাগানকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যপী ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক্সিকিউটিভ লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মেলার প্রধান পৃষ্ঠপোষক টেকশহর ডটকম, সহপৃষ্ঠপোষক হিসেবে থাকছে এসার, আসুস, ডেল ও এইচপি। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশের টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, এটি দেশের ১৫তম ল্যাপটপ মেলা। এর আগে ১৪টি ল্যাপটপ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। বিগত কয়েক বছর ধরে এক্সপো মেকারের এই মেলাটি দেশের তথ্যপ্রযুক্তি খাতের আকর্ষণীয় ইভেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এ বছরেও মেলাটি সাফল্য পাবে বলে আমাদের আশাবাদ। ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জিএম সালমান আলী খান, টেকশহর.কমের প্রতিনিধি আল-আমীন দেওয়ান, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
×