ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে উড়ন্ত চেন্নাইর সামনে আজ দিল্লী

প্রকাশিত: ০৬:১১, ১২ মে ২০১৫

আইপিএলে উড়ন্ত চেন্নাইর সামনে আজ দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ উড়ন্ত চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে দিল্লী ডেয়ারডেভিলস। রবিবার শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির দল। ১২ ম্যাচে ৮ জয়ে চেন্নাইর পয়েন্ট ১৬। সমান ম্যাচে মাত্র ৪ জয়ে প্রায় তলানিতে থাকা দিল্লী আছে সপ্তম স্থানে! সুতরাং নিশ্চিত ফেবারিট হিসেবে নামছে চেন্নাই। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ চার নিশ্চিত করতে চাইছেন কোচ স্টিফেন ফ্লেমিংও। রবিবার চিপকে ‘চেন্নাই-রাজস্থান’ ম্যাচ ঘিরে ছিল দারুণ আকর্ষণ। তাতে শেষ হাসি হেসেছে ধোনির দল। প্রতিপক্ষকে ১২ রানে হারিয়ে শেষ চারের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে চেন্নাই। দুই বিদেশী তারকা ব্রেন্ডন ম্যাককুলাম (৬১ বলে ৮১) ও ফ্যাফ ডুপ্লেসিসের (২৫ বলে ২৯) ঝড়ো ব্যাটিং সত্ত্বে¡ও ৫ উইকেটে ১৫৭ রানে থামে চেন্নাই। এরপর বোলারদের দারুণ নৈপুণ্যের সঙ্গে অধিনায়ক ধোনির ক্ষুরধার মস্তিষ্কের ফল রাজস্থানের মতো প্রতিপক্ষকে ১৪৫Ñএ থামিয়ে দেয়া! মোহিত শর্মা-রবিন্দ্র জাদেজার সঙ্গে দুরন্ত বোলিং উপহার দেন ডোয়াইন ব্রাভো। মাত্র ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে বড় ম্যাচের নায়ক বনে যান ‘স্যার’ জাদেজা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শেন ওয়াটসন, অধিনায়ক স্টিভেন স্মিথ ফেরেন মাত্র ৪ রানে। আজ দিল্লীর বিপক্ষেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান ফ্লেমিং। চেন্নাই কোচ ও সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না পয়েন্ট টেবিলে এক বা দু’নম্বর হলে বাড়তি কোন সুবিধা পাব। তবু এক নম্বর হয়েই শেষ চারে যেতে চাইছি। এ জন্য দিল্লীকে টার্গেট করছি, তাহলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলোয়াড় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাব! প্লে অফে হয়ত দু’-একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাব না, সেক্ষেত্রে পরীক্ষাটা কাজে আসবে।’ গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইর প্রতিপক্ষ দুর্বল কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাককুলাম ছাড়া ধোনির ভা-ারে আছে ডোয়াইন স্মিথ, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যান, বোলিংয়ে আশিষ নেহরা রবিচন্দ্রন আশ্বিনের সঙ্গে জ্বলে উঠেছেন জাদেজা। অন্যদিকে কার্যত শেষ চারের আশা শেষ হয়ে যাওয়ায় অনেকটা নির্ভার দিল্লী। জেপি ডুমিনিদের হারানোর কিছু নেই! চেন্নাইকে চ্যালেঞ্জ জানাতে থাকছেন আরও দুই দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি’কক ও ইমরান তাহির। বিদেশীদের মধ্যে আরও আছেন এ্যাঞ্জেলো ম্যাথুস, এ্যালবি মরকেলরা। স্থানীয় যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়ালরাও নিজেদের দিনে ভয়ঙ্কর।
×