ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে!

প্রকাশিত: ০৬:১০, ১২ মে ২০১৫

ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে!

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আয়োজন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘ প্রচেষ্টার পর ২০১২ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিল পাকরা। সেই সিরিজের প্রতিদান হিসেবে এবার ভারতকে ঘরোয়া সিরিজ খেলার আহ্বান জানিয়েছে পিসিবি। তবে সেটা পাকিস্তানে না হয়ে আরব আমিরাতে করার প্রস্তাব দেয়া হয়েছে। মিরপুরে সফরকারী পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ চলার সময়ে পিসিবি প্রেসিডেন্ট শাহরিয়ার খান এসেছিলেন। এরপর ভারত সফরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকেই তিনি দাবি করেছেন ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে হয়ত এ বছর ডিসেম্বরেই হতে পারে সিরিজটা। উভয় দলেরই বিপুল ভক্ত-সমর্থক রয়েছে বাংলাদেশে। এ কারণেই বিসিবি এমন প্রস্তাব করেছে বলে দাবি শাহরিয়ারের। দক্ষিণ কলকাতার আলীপুরে বিসিসিআই প্রেসিডেন্ট ডালমিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে দাওয়াত রক্ষা করতে আসেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার? সেখানে ভারত-পাক সিরিজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়? জানা গেছে, ভারত-পাক সিরিজ আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সরকার? পাকিস্তানের হোমগ্রাউন্ড হিসেবে ভারত-পাক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ? বিসিবির পক্ষ থেকে ইতোমধ্যে তা বিসিসিআই ও পিসিবিকে জানানোও হয়ে গেছে? দীর্ঘ সময় পর ডালমিয়া ও শাহরিয়ার নিজ নিজ দেশে দায়িত্ব ফিরে পেয়েছেন? পিসিবির চেয়ারম্যান হওয়ার পর বাংলাদেশ সফর শেষে কলকাতায় এসে ডালমিয়ার সঙ্গে সফল বৈঠক করেছেন শাহরিয়ার? দিল্লীতে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের আগে কলকাতা ত্যাগের সময় ডালমিয়ার সঙ্গে সফল বৈঠকের কথা জানিয়েছেন শাহরিয়ার? এরপর তিনি বলেন, ‘বিসিবি পাক-ভারত সিরিজ আয়োজনে খুবই আগ্রহ প্রকাশ করেছে। আমরা অবশ্যই পাক-ভারত ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব। বিসিবির কমকর্তারা আমাকে বলেছেন কেন আমরা আরব আমিরাতে করতে চাচ্ছি যেহেতু সেটা বাংলাদেশেই আয়োজন করা সম্ভব? তাঁরা আমাকে নিশ্চয়তা দিয়েছেন সিরিজ আয়োজিত হলে বাংলাদেশের সব ভেন্যুই দর্শকে পরিপূর্ণ থাকবে।’ এর আগেও গত অক্টোবরে পাকিস্তানের সিরিজগুলো আয়োজনের প্রস্তাব করেছিল বিসিবি।
×