ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৫:৫৫, ১২ মে ২০১৫

চাঁদপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১১ মে ॥ চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়কে যানজটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেখা যায় মাত্র কয়েক মিনিটের পথ যেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অসহনীয় এ যানজট সমস্যা নিয়ে অনেকটা বিপাকে ছিলেন পৌর কর্তৃপক্ষসহ জেলা প্রশাসন। যানজটের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে ফুটপাথের অবৈধ স্থাপনা। সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য প্রচার মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকে পৌর কর্তৃপক্ষের একদল উচ্ছেদ কর্মী পৌর গাড়িযোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভাসমান দোকান পাট উচ্ছেদ করা হয়। স্থানগুলো হচ্ছে : শহরের পাল বাজার ব্রিজ সংলগ্ন, কালীবাড়ী মোড়, চিত্রলেখা, বাসস্ট্যান্ড, ছায়াবাণী মোড়, ষোলঘর, বিটি রোড মাথা জিটি রোড মাথা, কোর্ট সংলগ্ন সড়ক, ওয়্যারলেস মোড়, বিপণি বাগ বাজার, পৌর শহীদ মিনার, বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থান। পৌরসভার উচ্ছেদ অভিযানে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, পৌর সড়ক সংলগ্ন সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
×