ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে গুলিবিদ্ধ চা-বাগান কর্মকর্তার মৃত্যু ॥ মামলা দায়ের

প্রকাশিত: ০৫:৫৪, ১২ মে ২০১৫

বাঁশখালীতে গুলিবিদ্ধ চা-বাগান কর্মকর্তার মৃত্যু ॥ মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১১ মে ॥ চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া বৈলগাঁও চা বাগানের হেড টিলা বাবু সাধন কান্তি মহাজন (৪২) অবশেষে ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রবিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে হেড টিলা বাবুর মৃত্যুতে চা বাগানের পাঁচ শতাধিক কর্মচারীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর বৈলগাঁও পুকুরিয়া চা বাগানের জায়গা নিয়ে স্থানীয় নুরুচ্ছফা ও মরতুজ আলী গংদের সঙ্গে বাগান কর্তৃপক্ষের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ৪ মে রাতে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এই কর্মকর্তা ও তার মা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। তার মৃত্যুতে পুরো চা বাগান এলাকায় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দ্বিতীয় টিলা বাবু সন্তোষ কুমার দে নুরুচ্ছফাকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
×