ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ সিটি নির্বাচন রিটের শুনানি মুলতবি

প্রকাশিত: ০৫:৪৮, ১২ মে ২০১৫

৩ সিটি নির্বাচন রিটের শুনানি মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন। অন্যদিকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশী হামলায় তাদের রিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এ বিষয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রিটটি দায়ের করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। সিটি কর্পোরেশন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ রিটপিও দায়ের করেন ইউনূস আলী আকন্দ। আদালত ইউনূস আলী আকন্দকে জানায় রিটের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও এ সংক্রান্ত আইনী বিষয়াদি নিয়ে আসতে বলেন এবং আগামী রবিবার তার শুনানি শুনবেন বলে জানান। এদিকে পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাতে গিয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর পুলিশী হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ এ রিট আবেদন দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), শাহবাগ ও রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জাতীয় মানবাধিকার কমিশনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান আজ বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চে আসার সম্ভাবনা রয়েছে।
×