ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ কোটি টাকা চাঁদা- গুজবে চাউর চাঁপাই শহর

প্রকাশিত: ০৫:৪৪, ১২ মে ২০১৫

 পাঁচ কোটি টাকা  চাঁদা- গুজবে  চাউর চাঁপাই শহর

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁদার পরিমাণ ৫ কোটি ২ লাখ ২০ হাজার টাকা প্রায়। একটি কলেজ জাতীয়করণের টোপ ও সরকারী চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে উঠানো হয়েছে। এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীও রয়েছে। তবে সিংহভাগই শিক্ষক। সব মিলিয়ে এদের সংখ্যা ৮৭ জন। এই বিশাল পরিমাণ চাঁদার টাকা ব্যয় করা হবে কলেজ জাতীয়করণে তদবিরকারকদের পেছনে। বিশাল অঙ্কের চাঁদা উঠানোর বিষয়টির কোন সাক্ষ্য-প্রমাণ এ মুহূর্তে না থাকলেও গুজবের অবয়ব এখন সমগ্র শহরজুড়ে চাউর হয়েছে। সবার মুখে মুখে গুজবটি ছড়িয়ে পড়ায় কয়েকটি গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেছে এমনটাই শোনা যাচ্ছে। শহরের একটি নামকরা বেসরকারী ডিগ্রী কলেজকে নিয়ে এই গুজব। চাঁদা আদায়ের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নিশ্চিত করেছেন। তবে তাঁরা ভয়ভীতির মধ্যে থাকায় নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ মে শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মাঠের জনসভায় বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রীর আগমন ও জনসভায় বক্তৃতাকালীন চাঁপাইনবাবগঞ্জের ভবিষ্যত উন্নয়নে নানান প্রতিশ্রুতির মধ্যে যাতে কলেজটি জাতীয়করণের বিষয়টি থাকে তার তদবিরের জন্য বিশেষ কিছু প্রভাবশালী ব্যক্তিকে চাঁদার এই অর্থ প্রদান করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব মুহূূর্তে শহরজুড়ে এ ধরনের গুজব ছড়িয়ে পড়ায় সর্বত্র তোলপাড় শুরু হয়ে গেছে। তারপরেও গুজবটি থেমে নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের কাছে টেলিফোন করলে ‘অভিযোগের ভিত্তি নেই’ ছাড়া আর কোন মন্তব্য তিনি করেননি।
×