ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা প্রশ্নে নয়া গণভোটের ক্ষেত্র প্রস্তুত করছেন স্কটিশরা

প্রকাশিত: ০৬:৪৭, ১১ মে ২০১৫

স্বাধীনতা প্রশ্নে নয়া গণভোটের ক্ষেত্র প্রস্তুত করছেন স্কটিশরা

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাজ্যকে ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য এক নাটকীয় লড়াই শুরু করেছেন। আর স্কটিশ জাতীয়তাবাদীরা স্বাধীনতা প্রশ্নে এক নতুন গণভোট অনুষ্ঠানের ক্ষেত্র প্রস্তুত করছেন। খবর বিবিসির। পার্লামেন্ট নির্বাচনে চমকপ্রদ ফল অর্জনের পরপরই স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সাবেক নেতা আলেক্স স্যালমন্ড ঘোষণা করেন যে, স্কটল্যান্ড যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে যে কোন সময়ের তুলনায় আরও বেশিদূর এগিয়ে গেল। উত্তরাঞ্চল স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে ৫৬টিতে বিজয়ী হওয়ার পর স্যালমন্ড বলেন, এসএনপির এ পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পূর্ণ স্বাধীনতার পথে এক ধাপ অগ্রগতি। এ প্রথম এসএনপি আভাস দিল যে, দলটি ব্রিটেনের অবশিষ্টাংশ থেকে স্কটল্যান্ডকে বিভক্ত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে এর প্রাধান্যকে কাজে লাগাবে। এ অবধি দলের নেতৃত্ব সব সময়েই প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে, তারা স্বাধীনতা নিয়ে বিতর্ক আবার জাগিয়ে তুলতে সাধারণ নির্বাচনের ফলাফলকে ব্যবহার করবে না। স্যালমন্ডের দাবির বিরুদ্ধে স্কটিশ কনজারভেটিভদের নেতা রুথ ডেডিডসন ত্বরিত ক্ষোভ ব্যক্ত করেন। তিনি অভিযোগ করেন যে, এসএনপি নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে এবং এসব প্রতিশ্রুতি ধোঁকাবাজি বলে প্রতিপন্ন হচ্ছে।
×