ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশে সম্মাননা পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম

প্রকাশিত: ০৬:৩৬, ১১ মে ২০১৫

বিদেশে সম্মাননা পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার ॥ অভিনেতা শহীদুজ্জামান সেলিম কানাডায় দুটি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পাচ্ছেন। কানাডার টরেন্টোতে শহীদ রহমানের ব্যবস্থাপনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবং মন্ট্রিয়ালে আনোয়ার আজাদের ব্যবস্থাপনায় উদীচীর পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা দেয়া হবে। তাছাড়া আগামী ১৪ থেকে ১৮ মে পর্যন্ত কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভ্যাল’। এতে সাউথ এশিয়ান কালচারাল ক্যাটাগরিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। এ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। উৎসবে যোগ দিতে আগামী ১৩ মে ভোর ৬টায় তার্কিশ এয়ারলাইনসে চড়ে কানাডা যাচ্ছেন শহীদুজ্জামান সেলিম। শহীদুজ্জামান সেলিম বলেন, এই প্রথমবারের মতো কানাডা যাচ্ছি। তাই কিছুটা ভাল লাগা তো আছেই। সেই সঙ্গে আমার অভিনীত চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’র ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ দুটি বড় সংগঠন কর্তৃক পুরস্কৃতও হতে যাচ্ছিÑ এটা সত্যি আনন্দের। যারা আমাকে বিশেষভাবে সম্মানিত করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে আজকের বিশেষ এই মুহূর্তে মাকে খুব মিস করছি। পৃথিবীর সব মা ভাল থাকুন, সুস্থ থাকুন। প্রসঙ্গত, ১২৭ মিনিটের চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’র কাহিনী ও সংলাপ রচনা করেছেন মাসুম রেজা। চিত্রনাট্য করেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন মেহেদী রনি। এছাড়া তিনি নিজে নির্মাণ করছেন নাটক ‘একঝাঁক মৃত জোনাকি’। পাশাপাশি নতুন ধারাবাহিক নাটক দীপংকর দীপনের নির্দেশনায় ‘গ্রান্ডমাস্টার’র কাজও শুরু করেছেন। শহীদুজ্জামান সেলিম রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
×