ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:১১, ১১ মে ২০১৫

নীলফামারীতে নারী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারী কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্রমতে, উপজেলা প্রকৌশলী দফতর নগদ অর্থের বিনিময়ে এই নিয়োগের পাঁয়তারা করছে। জানা যায়, রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি দুই বছর মেয়াদে শুরু হচ্ছে। এতে কিশোরীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৯০ নারী কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ বিধিতে বলা হয়েছে, ভূমিহীন যার পাঁচ শতকের নিচে জমি রয়েছে এমন বিধবা বা স্বামী পরিত্যক্তা কর্মঠ নারী যাদের বয়স ১৮-৩৫ বছর, তাদের এই প্রকল্পে নিয়োগ করতে হবে। এ জন্য প্রতিটি ইউনিয়নে সকল গুরুত্বপূর্ণ হাট-বাজারে ঢোল শহরত ও মাইকি যোগে, এছাড়া লিপলেট/পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচার করতে বলা হয়েছে। কিন্তু স্থানীয় সংশ্লিষ্টরা এসব নিয়মনীতি কোনটাই করছে না। অভিযোগ মতে উপজেলা প্রকৌশল দফতরের কর্মকর্তারা অনিয়ম করছে বলে লিখিত অভিযোগ করেন এলাকার মমিনুর রহমান। অভিযোগে বলা হয়, নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে ৬০ বছর বয়স্কা নারী এবং স্বামীর ঘর সংসার করছে এমন নারী ও তাদের এক একরের উপরে আবাদী জমি রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এসএম কেরামত আলী নান্নু বলেন, নিয়ম অনুযায়ী এই প্রকল্পে নারী কর্মী নিয়োগ করা হবে।
×