ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুলিশ সেজে চাঁদাবাজি ॥ আটক তিন

প্রকাশিত: ০৬:০৯, ১১ মে ২০১৫

রাজশাহীতে পুলিশ সেজে চাঁদাবাজি ॥ আটক তিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে পুলিশ সেজে রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশির নামে অর্থ হাতিয়ে নেয়ার সময় তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। উপজেলার কামারগাঁ-কচুয়া বাজারের পাশে শনিবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার মকবুলের ছেলে জাহিদুর রহমান টেনিস (৩২), তানোর পৌর এলাকার চাপড়া মিরাপাড়ার এলাকার সাবের সরদারের রেজাউল সরদার সেলিম (২৫) ও আমশো গ্রামের মেছের আলীর ছেলে রাজিবুল ইসলাম (২৮)। পুলিশ জানায়, শনিবার বিকেল থেকে কচুয়া বাজারের কাছে ওই তিনজন একটি পালসার গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন। এরপর নিজেদের থানা পুলিশ পরিচয় দিয়ে রাস্তা দিয়ে যাওয়া মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র তল্লাশি শুরু করে। কাগজপত্রবিহীন মোটরসাইকেল ধরে তারা অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। সন্ধ্যার পরে রাতেও ওই এলাকায় আরও কয়েকটি গাড়ি ধরলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাদের পরিচয় জানতে চাইলে বিষয়টি সাধারণ মানুষের কাছে ধরা পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে থানায় খবর দেয়ার হলে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিজেরা পুলিশ সেজে সড়কে গাড়ি তল্লাশি করে অর্থ আদায়ের কথা স্বীকার করেছে। রবিবার দুপুরে তাদের আদালতে চালান করা হয়।
×