ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠাল গ্রামীণফোন

প্রকাশিত: ০৬:০০, ১১ মে ২০১৫

লভ্যাংশ পাঠাল গ্রামীণফোন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড সমাপ্ত হিসেব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকরীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে গ্রামীণফোন বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে। কোম্পানিটি ৫৮টি অনলাইন ব্যাংকের মাধ্যমে এই লভ্যাংশের টাকা পাঠিয়েছে। গত ২২ এপ্রিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশ সংক্রান্ত নোটিস পাঠিয়েছে কোম্পানিটি। অন্যদিকে যেসব বিনিয়োগকারীদের অনলাইন ব্যাংক হিসাব নেই, তারা গ্রামীণফোনের শেয়ার অফিস থেকে ২৩ এপ্রিল লভ্যাংশ সংগ্রহ করেছে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করেনি তাদের ২৩ এপ্রিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশ পাঠানো হয়েছে।
×