ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৬, ১০ মে ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৭. ‘আবার আসিব ফিওের’ কবিতার রচয়িতা কে? ক) বুদ্ধদেব বসু খ) আল মাহমুদ গ) জীবনানন্দ দাশ ঘ) শামসুর রাহমান ৩৮. ‘দুই বিঘা’ কোন ধরনের কবিতা? ক) কাহিনী-কবিতা খ) গীতিকবিতা গ) চতুর্দশপদী কবিতা ঘ) স্বদেশপ্রেমের কবিাত ৩৯. ‘নারী’ কবিতায় কার সেবার কথা বলা হয়েছে? ক) ভাইয়ের খ) মাতার গ) বোনের ঘ) পিতার ৪০. রবিনসনের মতে, বনের পশু উত্তম কেন? ক) শান্ত স্বভাবের হওয়ায় খ) কৃতঘ্ন হওয়ায় গ) লোভী না হওয়ায় ঘ) ভয়শূন্য হওয়ায় ৪১. ফ্রাইডেকে রবিনসন যে দিন উদ্ধার করেছিল সেদিন কী বার ছিল? ক) বৃহস্পতিবার খ) শুক্রবার গ) শনিবার ঘ) সোমবার ৪২. ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছরে বাঙালি ওপর শাসন করেছে? ক) ৬ বছর খ) ৮ বছর গ) ১০ বছর ঘ) ১১ বছর ৪৩. রাস্তার ধারের ছেলেটিকে কবি কেমন ছেলে বলে উল্লেখ করেছেন? ক) দুষ্টু খ) দুরন্ত গ) ভদ্রবেশী ঘ) উলঙ্গ ৪৪. নদী কীভাবে গমন বা পরিভ্রমণ করেছে? র. অজানা বিশ্ব পেরিয়ে রর. অজানা গ্রাম পেরিয়ে ররর. অজানা দেশ পেরিয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৪৫. মারীচ আর সুবাহু কী ঢেলে বিশ্বামিত্র মুনির যজ্ঞ নষ্ট করে দিয়েছিল? ক) পানি খ) রং গ) আগুন ঘ) মাংস ৪৬. নেতিবাচক যে অনুষঙ্গের সঙ্গেও নারী-পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে- র. পাপ-তাপ রর. ব্যথা-বেদনা ররর. নয়ন জল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৭. ‘মনিহারি’ কী ধরনের মালামাল? ক) নিত্যপ্রয়োজনীয় মালামাল খ) খাদ্যদ্রব্য গ) শৌখিন মালামাল ঘ) পোশাক পরিচ্ছদ ৪৮. লেখকের বাবার নিকট মজুরি নিতে এসেছে- ক) খাদু ব্যাপারী খ) ভাদুই কুমোর গ) ছাদু মিয়া ঘ) শশী ধর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: শুভ গ্রামে বেড়াতে গিয়ে এ হাটের পাশ দিয়ে যাওয়ার সময় আশ্চর্য হয়ে দেখল এক বৃদ্ধ চিৎকার করে বলছে- ‘তোমরা আমার কাছে ঔষধ চেয়ো না বরং এক একটি বৃক্ষ নিয়ে যাও। ঔষধ আমি কোথা তেকে দেব? ঔষধের গাছ তো নেই।’ শুভ চিন্তা করে দেখল, ভভিষ্যতে আমরা ঔষধ কোথায় পাব? ৪৯. নিজের রাষ্ট্র ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হলে মানুষের যা পরিহার করা কর্তব্য- র. সুখের আয়োজন রর. দ্বিধা-সংকোচ ররর. ভয়-লজ্জা নিচের কোনটি সঠিক? ক) গাছ লাগাও পরিবেশ বাঁচাও খ) গাছ কাটো পরিবেশ নষ্ট করো গ) গাছ কাটে ইটের ভাটা দাও ঘ) গাছ কাটো দালান কোঠা করো ৫০. মালি বলতে বোঝানো হয়েছে- র. মালা রচনাকারী রর. মালাকর ররর. বাগান পরিচর্যাকারী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (গ) ১০. (ক) ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ক) ২১. (গ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (ঘ)
×