ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘টেস্টে আরও সময় প্রয়োজন বাংলাদেশের’

প্রকাশিত: ০৬:৪০, ১০ মে ২০১৫

‘টেস্টে আরও সময় প্রয়োজন বাংলাদেশের’

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে আর টি২০ ম্যাচে হারের জন্য চরম সমালোচনার মুখে পুরো পাকিস্তান ক্রিকেট দল। কোচ ওয়াকার ইউনুসের অবস্থানটাও নড়বড়ে হয়ে পড়েছে। তবে টেস্ট সিরিজ জয়ের পর নিজেদের আস্থাটা ফিরে পেয়েছে পাকরা। সমালোচনা মেনে নিয়েই প্রচেষ্টা চালাতে হবে ভাল ফলাফল বের করে আনারÑ এটাই মনে করেন ওয়াকার। ওয়ানডে দল হিসেবে বাংলাদেশ শক্তিধর হয়ে উঠেছে এবং সেজন্য অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উজ্জীবিত করার ক্ষমতাটাকে প্রশংসনীয় বলে মনে করেন ওয়াকার। তবে তিনি দাবি করলেন টেস্ট ক্রিকেটে এখনও সময় প্রয়োজন বাংলাদেশ দলের ভাল করার জন্য। প্রথম টেস্টেই একটা পরিবর্তন খেয়াল করেছেন ওয়াকার বাংলাদেশ দলের মধ্যে। তার কাছে মনে হয়েছে বাংলাদেশ দল ড্রয়ের চিন্তা নিয়েই খেলেছে এবং সে কারণেই তারা ব্যাকফুটে চলে গেছে। ওয়াকার বলেন, ‘দেখেন আমি জানি না বাংলাদেশীদের নিয়ে আমার কিছু বলা উচিত কিংবা সমালোচনা করা উচিত হবে কিনা। কারণ তারা অনেক ভাল করেছে। আমি প্রথম টেস্টের শুরুতেই এ বিষয়টা অনুভব করেছি। তারা ব্যাকফুটে থেকে শুরু করেছে এবং কখনও মনে হয়নি টেস্ট জিতবে তারা। কিন্তু তারা দারুণভাবে ঘুরে দাঁড়াল। আমার মনে হয় তারা টেস্ট ড্র করার চিন্তায় ছিল আর সেজন্যই পিছিয়ে পড়েছে।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভাল করতে হলে আরও সময়ের প্রয়োজন বলেই মনে করেন ওয়াকার। তিনি বলেন, ‘আমরা টেস্টে অনেক অভিজ্ঞ একটি দল পেয়েছি এবং নিশ্চিতভাবেই ম্যাচের গতিপ্রকৃতি তাদের তুলনায় ভালভাবে পরিবর্তন করতে পেরেছি। তারা এখনও যথেষ্ট তরুণ। বিশেষ করে আমার মনে হয় তাদের বোলিং বিভাগ আমাদের মতো এত বেশি ভাল নয়। সুতরাং আমি মনে করি আরও সময় গেলে তারা ভাল দলে পরিণত হবে।’ সিরিজে প্রথম জয়ের দেখা পাওয়ার পর দলের ওপর দারুণ সন্তুষ্ট ওয়াকার। তিনি বলেন, ‘আমি মনে করি এটা খুব ভাল একটা জয়। আপনারা জানেন আমরা একটি তরুণ দল ছিলাম, কিন্তু সেটা কোন অজুহাত হতে পারে না। আপনারা জানেন তারা কঠিন লড়াই করেছে কিন্তু পেরে ওঠেনি। কিন্তু টেস্ট ম্যাচে দেখিয়েছি আমরা অনেক বেশি অভিজ্ঞ এবং নিজেদের সামর্থ্য খুব ভালভাবে দেখিয়েছি।’ তবে পুরো সফরে পাকরা যে নৈপুণ্য দেখিয়েছে এতে সমালোচনা থেকে মুক্তির সম্ভাবনা নেই। এ বিষয়ে ওয়াকার বলেন, ‘এটা নতুন কিছু নয়, নিন্দুকেরা সমালোচনা করবেন। আমি মনে করি যখন আপনি হারতে থাকবেন তখন সমালোচনা মেনে নেয়ার ক্ষমতা থাকতে হবে এবং আপনার উচিত হবে এখান থেকে বেরিয়ে আসার শক্তিটা দেখানো এবং খুব চেষ্টা করতে হবে ভাল ফলাফল করার। আমি মনে করি খেলোয়াড়রা অনেক ভাল করেছে। ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অনেক ভাল খেলা সহজ নয়।’ পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বাংলাদেশকে দেখে দারুণ মুগ্ধ হয়েছেন ওয়াকার। তিনি বলেন, ‘সর্বশেষ টেস্ট ম্যাচে আপনারা দেখেছেন বাংলাদেশ দল সত্যিই খুব উন্নতি করেছে এবং তাদের একটি সুশৃঙ্খল ভাল দল বলেই মনে হচ্ছে। সেটা তারা ওয়ানডে ও টি২০ ম্যাচেও প্রমাণ করেছে। তারা আমাদের একতরফাভাবে পরাজিত করেছে। পুরো সিরিজে তামিম অসাধারণ ছিল। সাকিব অবশ্যই সবচেয়ে অভিজ্ঞ এবং ভালভাবে দায়িত্ব পালন করেছে। সরকার বিশেষ করে ওয়ানডেতে খুবই সম্ভাবনাময়। আমি মনে করি মাশরাফিকে অবশ্যই কৃতিত্ব দেয়া উচিত যেভাবে তিনি ওয়ানডে দলকে অনুপ্রাণিত করেছেন সেজন্য।’
×