ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খানজাহান আলী বিমান বন্দরে অর্থ বরাদ্দ ॥ মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৬:৩৪, ১০ মে ২০১৫

খানজাহান আলী বিমান বন্দরে অর্থ বরাদ্দ ॥ মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের রামপালে ‘খানজাহান আলী বিমানবন্দর’ নির্মাণে অর্থ বরাদ্দ দেয়ায় খুলনা-বাগেরহাটসহ গোটা দক্ষিণাঞ্চলের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাঁরা সরকারকে অভিনন্দন জানিয়েছেন। বাগেরহাট, শরণখোলা, রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ, মোল্লাহাটসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার শহরে বিশাল আনন্দ মিছিল হয়েছে। মিছিল থেকে বিমানবন্দর নির্মাণ করতে অর্থ বরাদ্দ দেয়া ও ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে সেøাগান দেয় নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জ্যেষ্ঠ সহ-সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, খান মুজিবুর রহমান, এ্যাড শাহ-ই-আলম-বাচ্চু, জেলা ছাত্রলীগের নেতা সরদার নাসির উদ্দিন, মীর জায়েসী আশরাফী জেমস, তাঁতিলীগের নেতা তালুকদার আব্দুল বাকি, মাসুম হাওলাদার প্রমুখ।
×