ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিপণের দাবিতে সাগরে জেলে অপহরণ

প্রকাশিত: ০৬:৩২, ১০ মে ২০১৫

মুক্তিপণের দাবিতে সাগরে জেলে অপহরণ

সংবাদদাতা, পাথরঘাটা, ৯ মে ॥ সুন্দরবনের জলদস্যু জামাল বাহিনী মুক্তিপণের দাবিতে এক জেলেকে অপহরণ করেছে। এফবি মায়ের দোয়া ট্রলারের অপহৃত জেলে আবুল ফকির পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার হেতালীয়া গ্রামের আনসার ফকিরের ছেলে। শনিবার সকাল ৬টার সময় সুন্দরবনের কটকা এলাকায় এ ঘটনা ঘটে। জলদস্যু বাহিনীর প্রধান জামাল পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের রুস্তম আলীর ছেলে বলে জেলেরা শনাক্ত করেছেন। ডাকাতি হওয়া ট্রলারের মাঝি আইউব আলি জানান, শুক্রবার সকালে সাগর থেকে মাছ ধরে পাথরঘাটা ফেরার পথে জলদস্যুরা ট্রলারটিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পাঁচ জেলেসহ ট্রলারটি সুন্দরবনের কাতলার খালে নিয়ে যায়। এ সময় ট্রলারসহ পাঁচ জেলের মুক্তিপণের জন্য সাড়ে সাত লাখ টাকা জলদস্যুরা দাবি করলে বাকি টাকায় ট্রলারসহ চার জেলেকে ছেড়ে দিয়ে এক জেলেকে আটক রেখেছে জলদস্যুরা।
×