ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পার্বতীপুর-পঞ্চগড় ডুয়েল গেজ রেলপথ অল্প দিনেই চালু হবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩১, ১০ মে ২০১৫

পার্বতীপুর-পঞ্চগড় ডুয়েল  গেজ  রেলপথ অল্প  দিনেই চালু  হবে ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৯ মে ॥ রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক শনিবার সকাল ৯টায় পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ও পার্বতীপুর রেল স্টেশন পরিদর্শন করেন। এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন আসন্ন ঈদ-উল-ফিতর ও কোরবানি ঈদে ট্রেনে উপচে পড়া ভিড় সামাল দিতে এখন থেকেই অতিরিক্ত লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচ প্রস্তুত রাখতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে। পার্বতীপুর- পঞ্চগড় ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। অল্পদিনের মধ্যে চালু করা হবে। জনবল কাঠামোর অভাবে বন্ধ রেল স্টেশনগুলো চালু করা যাচ্ছে না। তারপরও এই প্রকল্পটি একনেক কমিটিতে দাখিল করা হয়েছে। সকল প্রক্রিয়া শেষে এই কমিটিতে পাস হওয়ার পর সারাদেশে বন্ধ রেল স্টেশনগুলো চালুর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। পার্বতীপুর রেল স্টেশন প্লাটফরম উঁচু করা, ফুটওভার ব্রিজে ছাউনি, পানীয় জলের ব্যবস্থা এবং ইলেকট্রিফিকেশনের কাজগুলো জরুরী ভিত্তিতে করার কথা বলেন তিনি। তার সফর সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত রেলপথ সচিব মোঃ ফিরোজ আলাউদ্দিন. মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক মোঃ খলিলুর রহমান, জেনারেল ম্যানেজার (পশ্চিম) খায়রুল আনাম, প্রধান যন্ত্র প্রকৌশলী আঃ মতিন চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী সৈয়দপুর কারখানা পরিদর্শনের উদ্দেশে পার্বতীপুর ত্যাগ করেন।
×