ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবীন্দ্র সদনে ওয়ার্দা রিহাবের নৃত্যনাট্য ‘শ্যামা’

প্রকাশিত: ০৬:২৭, ১০ মে ২০১৫

রবীন্দ্র সদনে ওয়ার্দা রিহাবের নৃত্যনাট্য ‘শ্যামা’

সংস্কৃতি ডেস্ক ॥ কলকাতার রবীন্দ্র সদনে আজ রবিবার মঞ্চস্থ হবে ধৃতি নর্তনালয় প্রযোজিত এবং নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’। এ উপলক্ষে নিয়ে ২৫ সদস্যের একটি দল নিয়ে ৭ মে কলকাতা গেছেন ওয়ার্দা রিহাব। আজ নৃত্যনাট্যটি পরিবেশনা শেষে ধৃতি নর্তনালয় দলটি আগামীকাল দেশে ফিরবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওয়ার্দা জানান, আগামী ১৩ মে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘শ্যামা’ নৃত্যনাট্যের প্রদর্শনী হবে। ‘শ্যামা’ নৃত্যনাট্যে এক রাজনর্তকীর আত্মকাহিনী তুলে ধরা হয়েছে। শ্যামা চরিত্রের মধ্যে নারীর জটিল মনস্তত্ত্ব¡ ফুটিয়ে তুলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
×