ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ৭ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে কম

প্রকাশিত: ০৬:২৩, ১০ মে ২০১৫

যুক্তরাষ্ট্রে ৭ বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘুরে দাঁড়ানোর পথে আরও এক ধাপ এগুলো মার্কিনীরা। গত কয়েকমাসে টানা ওঠানামা করেছে দেশটির বেকারত্বের হার। তবে তার মধ্যে কমেছে বেশি। এক খবরে শনিবার বিবিসি জানিয়েছে, আগের মাসের তুলনায় সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে দেশটিতে নতুন চাকরি পেয়েছে ২ লাখ ২৩ হাজার মানুষ। প্রতিবেদনে বলা হয়, আলোচিত সময়ে যুক্তরাষ্ট্রে সেবা খাতে বেকারদের কপাল খুলেছে সবচেয়ে বেশি। এতে করে মার্চ মাস থেকে বেকারত্বের হার ০ দশমিক ১ শতাংশ কমে অবস্থান করছে ৫.৪ শতাংশে, যা গত ৭ বছরের মধ্যে সবচেয়ে কম। দেশটির পরিসংখ্যান দফতর থেকে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনে খুশি বিনিয়োগকারীরা। অনেকেই একে অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধার বলে মনে করছেন।
×