ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানবন্দরে গণসংবর্ধনা

চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন মেগা সিটি বানাব ॥ আ জ ম নাছির

প্রকাশিত: ০৬:০০, ১০ মে ২০১৫

চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন মেগা সিটি বানাব ॥ আ জ ম নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ শেষে শনিবার বিকেলে চট্টগ্রাম ফিরে এলে বিমানবন্দরে গণসংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন আ জ ম নাছির উদ্দিন। বিকেলে তাঁকে ইউএস বাংলা এয়ারের বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছার আগেই পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এর আগে ট্রাক, বাস ও মাইক্রোবাস এবং ট্যাক্সি মোটরসাইকেল যোগে তাঁর সমর্থক ও কর্মীদের বিশাল বহর বিমানবন্দরমুখী হয়। এ সময় বিমানবন্দর সড়কের পতেঙ্গা এলাকার বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। পরে মেয়র আ জ ম নাছির উদ্দিন বিমানবন্দর থেকে বেরিয়ে এলে তাঁকে সর্বস্তরের জনতার পক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনার জবাবে বিমানবন্দরে আ জ ম নাছির বলেন, তিনি চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন মেগাসিটিতে পরিণত করবেন। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করবেন বলে প্রতিশ্রুতি দেন। বিমানবন্দরে নির্মিত অস্থায়ী মঞ্চে উঠে তিনি উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর কর্মী-সমর্থক ও সাধারণদের পক্ষ থেকে একে একে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তিনি বলেন, নির্বাচনের আগে যেসব ওয়াদা পূরণের আশ্বাস দিয়েছি তা আমি পূরণ করব। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের জন্য তাঁকে মেয়র মনোনীত করেছেন বলে জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। এ জন্য তিনি চট্টগ্রামবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামের সব সমস্যা সকলের জানা। এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি এমএ লতিফ, শামসুল হক চৌধুরী, দিদারুল আলম এবং উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম, দক্ষিণ জেলা সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল চসিক নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নব নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে গত ৬ মে গণভবনে শপথ গ্রহণ করেন। পরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে আ জ ম নাছির উদ্দিন বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ৭ মে তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় যান এবং বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। ঐ দিন বিকেলেই তিনি ঢাকায় ফিরে আসেন। শনিবার বিকেলে তিনি আকাশপথে চট্টগ্রাম ফিরে আসেন।
×