ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩২, ৯ মে ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে? ক) কমিশনের খ) কিস্তির গ) বিনিময়ের ঘ) বাট্টার ২. মাহবুব সাহেব রঙ ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনে ব্যাংক হিসাবে অর্থ না থাকা সত্ত্বেও তার বিল পরিশোধ করে দিয়ে আসলো। এটি কী ভাবে সম্ভব হলো? ক) ক্রেডিট কার্ডের মাধ্যমে খ) ডেবিট কার্ডের মাধ্যমে গ) ফোনের মাধ্যমে ঘ) চেকের মাধ্যমে ৩. অনিশ্চিয়তা থেকে কীসের সৃষ্টি হয়? ক) বিচ্যুতির খ) ঝুঁকির গ) লোকসানের ঘ) ব্যয়ের ৪. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয়- র ভূমি ক্রয় রর দালান-কোঠা ক্রয় ররর যন্ত্রপাতি ক্রয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার যে দিকসমূহ বিবেচনা করে তাহলো- র. সততা রর. পর্যাপ্ত জামানত ররর. আর্থিক স্বচ্ছলতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র, রর ও ররর ঘ) ররর ৬. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত? ক) লিজিং খ)সঞ্চয় গ) অবন্টিত মুনাফা ঘ) স্বল্পমেয়াদি ঋণ ৭. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে অতালিকাভুক্তি ব্যাংকের চেয়ে তালিকাভুক্ত ব্যাংক অধিক প্রগণযোগ্য কেন? ক) অধিক ঋণ সুবিধা পাওয়ার জন্যে খ) অধিক নিরাপত্তর জন্যে গ) সুদ সুবিধা বেশি থাকে বলে ঘ) ব্যাংক চার্জ কম, সেজন্যে ৮. অধিক ব্যয় ও সময়ের প্রয়োজন হয়- র স্বল্পমেয়াদি অর্থায়নে রর মধ্যমেয়অদি অর্থায়নে ররর দীর্ঘমেয়াদি অর্থায়নে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. আমাদের দেশের এনজিওগুলো তহাবিল প্রদান ছাড়াও কারবারি প্রতিষ্ঠানকে সাহায্য করে- র. পরামর্শ প্রদান করে রর. প্রশিক্ষণ দান করে ররর.দ্ক্ষতা বৃদ্ধিতে সহায়কা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. কীভাবে একটি প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করে? ক) বিভিন্ন উৎসের মধ্যে তুলনা করে খ) আয়-ব্যয়ের মধ্যে সমন্বয় করে গ) অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস থেকে ঘ) অর্থায়নের স্বল্পমেয়াদি উৎস থেকে ১১. মক্কেলের মৃত্যু হলে ব্যাংক হিসাবের কী হয়? ক) হিসাব খোলা থাকে খ) হিসাব বন্ধ হয়ে যায় গ) হিসাব চালু থাকে ঘ) হিসাব চালু থাকে ১২. বাণিজ্যিক ব্যাংকের কমিশন আয়ের মাধ্যম হলো- র. ব্যাংক ড্রাফট রর. প্রত্যয়পত্র ররর. ক্রেডিট কার্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৩. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক? ক) সরকারি ব্যাংক খ) শাখা ব্যাংক গ) বাণিজ্যিক ব্যাংক ঘ) বিনিময় ব্যাংক ১৪. জাতীয় আয় বৃদ্ধিতে কোনটি প্রত্যক্ষ ভূমিকা রাখে? ক) উৎপাদনমূখী বিনিয়োগ খ) রক্ষণশীল বিনিয়োগ গ) সেবাশূলক বিনিয়োগ ঘ) আমদানিমুখী বিনিয়োগ ১৫. একজন ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হবে? ক) উদ্দেশ্যের বাস্তবায়ন খ) অর্থের সদ্ব্যবহার গ) সম্পদের মূল্যায়ন ঘ) প্রকল্পের যথার্থতা যাচাই ১৬. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১৭. গ্রাহকের লেনদেন অর্থাৎ অর্থ জমাদান ও উত্তোলন কীভাবে সম্পন্ন হয়? ক) ব্যাংকের মাধ্যমে খ) ব্যাংক হিসাবের মাধ্যমে গ) ব্যাংক ম্যানেজারের মাধ্যমে ঘ) সঞ্চয়ী হিসাবের মাধ্যমে ১৮. মুনাফা বেশি হবে এ আশায় অ ব্যাংক লিমিটেড বেশি ঋণ সরবরাহ করে। এতে অ ব্যাংক তার আমানতকারীর অর্থ ফেরত দিতে পারে না। ঋণ আদায়েও ব্যর্থ হয়। অ ব্যাংক লিমিটেড কোন নীতি না মানায় আমানতকারীর অর্থ ফেরত দিকে ব্যর্থ হয়েছে? ক) স্বচ্ছলতার নীতি খ) নিরাপত্তার নীতি গ) বিশ্বস্ততার নীতি ঘ) তারল্যের নীতি ১৯. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর কত জন? ক) ২ জন খ) ৪ জন গ) ৬ জন ঘ) ৮ জন ২০। অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমান বেশি হলে কোন ধরণের ঝুঁকির সৃষ্টি হয়? ক) আর্থিক ঝুঁকি খ) সুদহারের ঝুঁকি গ) ব্যবসায়িক ঝুঁকি ঘ) তারল্য ঝুঁকি
×