ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নখদন্তহীন নারাইন

প্রকাশিত: ০৬:৫২, ৯ মে ২০১৫

নখদন্তহীন  নারাইন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারাইনকে নিয়ে যে কী জ্বালাতে আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাকে নিয়ে যে কত জল ঘোলা হলো। শেষ পর্যন্ত নারিনে বোলিং এ্যাকশন শুধরে খেলার ছাড়পত্র পেলেও নখদন্তহীন হয়ে পড়লেন। আবার বোলিং এ্যাকশন নিয়ে ঝামেলায় পড়লেন। আবার ঝামেলা মুক্ত হলেন। কিন্তু সেই একই অবস্থাই বিরাজ থাকল। বৃহস্পতিবার দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচেও যেমন ৩০ রান দিয়ে কোন উইকেট নিতে পারলেন না। অবশেষে অফস্পিন বোলিংয়ে নিষেধাজ্ঞা মুক্ত হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা বোলার সুনীল নারাইন। তবে ওয়েস্ট ইন্ডিজের এই রহস্যময় স্পিনারকে চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বোলিং এ্যাকশন কমিটি। গত ২৯ এপ্রিল অফস্পিন বোলিংয়ের পরীক্ষা দেন ২৬ বছর বয়সী নারাইন। তার বোলিং এ্যাকশন বৈধ বলে বিবেচিত হওয়ায় বুধবার (৬ মে) তাকে বল হাতে আবারও পুরোপুরি মুক্ত করে দেয়া হয়। তবে, এক প্রেস রিলিজের মাধ্যমে বিসিসিআই জানায়, নারাইনের বোলিং এ্যাকশন আবারও প্রশ্নবিদ্ধ হলে এ মৌসুমে তাকে আর সুযোগ দেয়া হবে না। গত বছর ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লীগ টি২০ টুর্নামেন্ট চলাকালীন ? নারাইনের বোলিং এ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখনই প্রথমবারের মতো এই স্পিনারকে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই। এবারের আইপিএলের ?আসরেও নারাইনকে ঘিরে কম নাটক হয়নি। চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েই বিসিসিআইর ছাড়পত্র পেয়ে কলকাতার হয়ে মাঠে নামেন। কিন্তু ক’দিন যেতে না যেতেই ২৮ এপ্রিল তার অফস্পিন বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। আইসিসির পক্ষ থেকে নারাইন মুক্ত। আন্তর্জাতিক ম্যাচে নারাইন বল করতে পারবেন। কিন্তু গত বছর আইপিএলে যে নারাইনকে বোলিং এ্যাকশন বিশুদ্ধ করার ঝামেলায় ফেলা হয়, তা এ বছরও থাকত। কিন্তু আইপিএল শুরুর আগে এ্যাকশন পরীক্ষা দিয়ে নারাইন খেলার ছাড়পত্র পান।
×