ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে মার্কেটে সন্ত্রাসী হামলা ॥ ১৫ প্রতিষ্ঠান ভাংচুর, লুট

প্রকাশিত: ০৬:৪৬, ৯ মে ২০১৫

বাউফলে মার্কেটে সন্ত্রাসী হামলা ॥ ১৫ প্রতিষ্ঠান ভাংচুর, লুট

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ মে ॥ বাউফলের মদনপুর ইউনিয়নের রামলক্ষ্মন (কনকদিয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে) বাজারে শুক্রবার সকালে সন্ত্রাসীরা একটি মার্কেটে অফিসসহ ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে এ হামলা চালানো হয়। হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে, ওই মার্কেট মালিক আবদুল লতিফ খানের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষ আবুল বশার সরদারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৬টার দিকে আবুল বশার তার শ্যালোক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ ভাড়াটে সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওই মার্কেটে হামলা করে একটি সোলার প্যানেলের অফিস, কম্পিউটার, ফার্নিচার, হোন্ডার গ্রেরেজ ও রাইস মিলসহ বিভিন্ন ধরনের ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীরা আধাপাকা মার্কেটটির দেয়ালের ইট ও টিনের চালা, দরজা-কপাট ও জানালা পিটিয়ে খুলে ফেলে এবং মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। প্রায় ২ ঘণ্টা ধরে সন্ত্রাসীরা এ ভাংচুর চালায়। এছাড়াও সন্ত্রাসীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৫ লাখ টাকা, তিনটি মোটরসাইকেল লুট করে। এ সময় বাধা দেয়ায় সন্ত্রাসীরা মার্কেট মালিক আবদুল লতিফের স্ত্রী মনিরা বেগম, ভাগ্নি বশার ও ভাগ্নি ফরিদা বেগমকে মারধর করেছে। মার্কেট মালিক আবদুল লতিফ অভিযোগ করেন, ঘটনাস্থল থেকে বাউফল থানার দূরত্ব ৫-৭ কিলোমিটার। হামলার সময় তিনি নিজে থানায় গিয়ে পুলিশকে খবর দিলেও তারা সময় ক্ষেপণ করে ঘটনাস্থলে আসেন।
×