ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে তালেবান হামলায় কপ্টার বিধ্বস্ত

প্রকাশিত: ০৬:০৬, ৯ মে ২০১৫

পাকিস্তানে তালেবান হামলায় কপ্টার বিধ্বস্ত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকা গিলগিটে তালেবান হামলায় বিদেশী কূটনীতিকদের বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপিন্সের রাষ্ট্রদূত এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। খবর এএফপির। শুক্রবার পাকিস্তানের কাশ্মীরের গিলগিট সীমান্তের কাছে একটি স্কুলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তালেবান দাবি করেছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হত্যার উদ্দেশে ক্ষেপণাত্র হামলা চালিয়ে হেলিকপ্টারটি তারা ভূপাতিত করেছে। নওয়াজ শরীফ দুটি প্রকল্প উদ্বোধন করতে পৃথক একটি হেলিকপ্টারে গিলগিট যাচ্ছিলেন। কিন্তু এই দুর্ঘটনার পর তিনি ইসলামাবাদে ফিরে যান বলে তার দফতর থেকে বলা হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানে নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত ডোমিঙ্গো ডি লুসেনারিও জুনিয়র, নরওয়ের রাষ্ট্রদূত লেইফ এইচ লারসেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং হেলিকপ্টারের দুই পাইলট রয়েছেন। আহত হন পোলিশ ও ডাচ রাষ্ট্রদূতসহ পাঁচজন। হেলিকপ্টারটিতে ৬ পাকিস্তানীসহ ১১ বিদেশী নাগরিক ছিল বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তিনটি হেলিকপ্টারের একটি বহর বিদেশী কূটনীতিক ও প্রতিনিধিদের নিয়ে গিলগিট যাচ্ছিল। একটি হেলিকপ্টারের এক আরোহী বলেন, এটি ছিল একটি কূটনৈতিক ভ্রমণ। এই ভ্রমণে ৩৭টি দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা ছিলেন। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, আহতদের আকাশপথে গিলগিটের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বস্ত রাশিয়া নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি ৩২ আরোহী বহন করতে পারে।
×